পত্রিকা প্রতিনিধি : দিন দিন করোনা সংক্রমন বাড়ায় এবং হাসপাতালের এক অ্যাম্বুলেন্স চালক সহ হাসপাতালের বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর বেলদার দেউলী হাসপাতাল মোড় ১৪ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।বুধবার বিকেল থেকেই কনটেইনমেন্ট জোন লিখেই হাসপাতালের ধারে থাকা দোকানপাট এবং সাধারণ মানুষজনের প্রবেশ বাহির বন্ধ করলো প্রশাসন।জানা গিয়েছে ১৭ই অাগস্ট বেলদা গ্রামীণ হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স কর্মী এবং বেশ কয়েকজন হাসপাতাল কর্মীর করোনা রিপোর্ট পজেটিভ এলেই এই সিদ্ধান্ত নেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রশাসনের অধিকর্তারা।প্রশাসন সূত্রে খবর,বেশ কয়েকদিন ধরেই করোণা আক্রান্তের খবর আসছে।তাই বুধবার বিকেল থেকে কনটেইনমেন্ট জোন করে ঘিরে ফেলা হয়।
বুধবার দুপুর নাগাদ পুলিশি টহল দিয়ে প্রত্যেকটি দোকান এবং বাড়িতে জানিয়ে দেওয়া হয়।আপাতত আপৎকালীন পরিষেবা ছাড়া হাসপাতালে বাকি কাজ বন্ধ থাকবে বলে হাসপাতাল সূত্রে খবর।
2
1 comment
[…] আরও পড়ুন – ১৪ দিনের জন্য বন্ধ করা হল বেলদা গ্রামী… […]
Comments are closed.