Home » পরকীয়ার শাস্তি দিতে পশ্চিম মেদিনীপুরে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরাল স্বামী

পরকীয়ার শাস্তি দিতে পশ্চিম মেদিনীপুরে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরাল স্বামী

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: পরকীয়ার (Extra Marital Affair) শাস্তি।গলায় জুতার মালা পড়ে হাঁটছে এক গৃহবধূ, পেছনে একাধিক পুরুষ হাতে লাঠি। বলা হচ্ছে চল তাড়াতাড়ি চল এমনকি সেই হেঁটে চলার ছবি ভিডিও রেকর্ডিং করা হচ্ছে মোবাইলে ।।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ঘাটালের (Ghatal) প্রতাপপুর (Pratappur) গ্রামে।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটালের (Ghatal) প্রতাপপুরে মধ্যযুগীয় বর্বরতার ভিডিও ।

নিজস্ব চিত্র


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,ষোল বছর আগে ওই মহিলার সঙ্গে ঘাটালের (Ghatal) প্রতাপপুরের বাসিন্দা সন্তোষ কর (SAntosh Kar)নামে এক ব্যক্তির বিয়ে হয়। তিনি পেশায় টোটোচালক ।দুটি সন্তানও রয়েছে। এক ছেলে আগামী বছর মাধ্যমিক দেবে। ইতিমধ্যেই এলাকারই যুবক পাঁচুগোপাল আদকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা। স্ত্রীর পরকীয়ার কথা জেনে ফেলেন সন্তোষ ।আপত্তি করতে থাকেন তিনি।বছরদু য়েক আগে ওই মহিলার স্বামী ও সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। মাঝে স্বামী ও পরিবারের সাথে কোনও যোগাযোগ রাখেন নি তিনি।


বেশ কয়েকদিন আগে প্রতাপপুরে পাঁচুগোপালের সঙ্গে ফিরে আসেন ওই মহিলা। স্থানীয় সূত্রের খবর পাঁচ গোলের বাড়িতেই থাকতে শুরু করেন তিনি । খবর পাওয়া মাত্রই রবিবার সকালে সন্তোষ ও তাঁর পরিবারের লোকজনেরা পাঁচু গোপালের বাড়িতে চড়াও হয়। পাঁচুগোপাল ও মহিলাকে প্রথমে মারধর করা হয় ।স্থানীয় বাসিন্দারাও সন্তোষকে সমর্থন করে। বসে সালিশি সভা। সকলের সিদ্ধান্ত অনুযায়ী ওই মহিলাকে গলায় জুতোর মালা পরিয়ে গোটা এলাকায় ঘোরানো হয়। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন মণ্ডল । ঘটনার খবর পাওয়া মাত্রই ঘাটাল থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে । ঘাটাল থানার (Ghatal Police Station) ওসি দেবাংশু ভৌমিক জানান, ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে ১ জনকে আটক করা হয়েছে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.