The Wagon engine was derailed in Dantan
আরও পড়ুন ঃ-দিল্লীতে কৃষকদের আন্দোলনে পুলিশি হামলা, প্রতিবাদ এগরায়
পত্রিকা প্রতিনিধি: দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর শাখার দাঁতনে একটি মাল গাড়ি লাইনচ্যুত হওয়ায় ব্যহত হল ট্রেন চলাচল। মঙ্গলবার ভোরে দাঁতন স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ইঞ্জিনটি। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা এসে পৌঁছান। রেল সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারনে এই বিপত্তি ঘটেছে। সাইডিং-এর সময় রেল পাতে ত্রুটির জেরে এই ঘটনা ঘটেছে। ট্রেনের গতি কম থাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি। ডাউন লাইনের ট্রেনগুলিকে আপ লাইন দিয়ে চালানোর ব্যবস্থা করে রেল। বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকার পর বেলা এগারোটা নাগাদ লাইন মেরামত করে ফের ট্রেন চালু করা হয়।
ডাউন লাইন বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার ট্রেনগুলিকে আপ লাইনে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে কিছুটা দেরিতে চলাচল করেছে খড়গপুর-বালেশ্বর রুটের ট্রেনগুলি। দক্ষিণ পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, “রাতে মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ার খবর আসে। ট্রেন চলাচলে তেমন কোনও সমস্যা নেই। লাইন মেরামতের কাজ প্রায় শেষ। স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
The wagon engine was derailed in Dantan
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore