Home » Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেফতার পশ্চিম মেদিনীপুরের যুবক

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেফতার পশ্চিম মেদিনীপুরের যুবক

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার প্রাক্তন পড়ুয়া। মৃত স্বপ্নদীপের বাবার অভিযোগের প্রেক্ষিতে প্রথমে তাকে আটক করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই প্রাক্তন ছাত্রের নাম সৌরভ চৌধুরী। পুলিশ সূত্রে খবর, বয়ানে বেশকিছু অসঙ্গতি মেলায় আটক করা হয় তাঁকে। পরে গ্রেফতার করা হয় ওই প্রাক্তন ছাত্রকে। পুলিশ সূত্রে দাবি, মৃত ছাত্রের বাবা যে FIR করেছেন, তাতে এই সৌরভ চৌধুরীর নাম রয়েছে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Jadavpur University
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে সৌরভ চৌধুরীর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সৌরভ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন। ২০২২ সালে তিনি MSc পাস করেন।কিন্তু, পাস করে যাওয়া পরও, গত একবছর ধরে তিনি হস্টেলেই থাকতেন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নিয়ম, কোনও পড়ুয়া অপর পড়ুয়ার গেস্ট হিসেবে হস্টেলে থাকতে পারে। কিন্তু পুলিশ সূত্রে দাবি, এই সৌরভ চৌধুরী পাস করে যাওয়ার পরও নিজেই নিজের গেস্ট হিসেবে হস্টেলে থাকতেন।

Jadavpur University

Jadavpur University
নিজস্ব চিত্র

এখানেই প্রশ্ন উঠছে, সৌরভ চৌধুরী কি এতটাই প্রভাবশালী? পাস করে যাওয়ার পরও একবছর ধরে সৌরভ চৌধুরী হস্টেলে থাকছিলেন কীভাবে? এটা কর্তৃপক্ষের নজরেই আসেনি, নাকি তাদের প্রচ্ছন্ন মদতেই এমনটা সম্ভব হয়েছে? আজ স্বপ্নদীপের এই মর্মান্তিক পরিণতির দায় কি বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ এড়াতে পারে? উঠছে একাধিক প্রশ্ন। অপরদিকে স্থানীয় সূত্রের খবর সৌরভের বাবা নিরূপ চৌধুরী একজন প্রান্তিক কৃষক। গ্রামের মানুষ থেকে শুরু করে পরিবারের সদস্য সকলেই বলছেন,গ্রামের ছোট্ট ছেলেটা লেখাপড়ায় খুবই ভালো ছিল,ভালো করে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই কোলকাতাতে গিয়েছিল উচ্চশিক্ষার জন্য।

Jadavpur University
নিজস্ব চিত্র

আরও পড়ুন : যুবককে বেধড়ক মেরে যুবতীকে ‘অপহরণ’, গভীর রাতে জঙ্গল সংলগ্ন গ্রাম থেকে উদ্ধার পুলিশের, রাতভর তল্লাশি, আটক ২

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চালকের

কিন্তু হঠাৎ করে গ্রামের শান্ত স্বভাবের ছেলেটার নাম জড়াবে ছাত্র মৃত্যুর ঘটনায় কেউই মেনে নিতে পারছে না।এক কথায় স্তম্ভিত প্রতিবেশী থেকে সৌরভের পরিবার।ছেলের গ্রেফতারের খবর পেয়ে শনিবার ভোর নাগাদ কোলকাতার উদ্দেশ্য ছেলের কাছে পাড়ি দিয়েছে বাবা মা।সৌরভের বাবা নিরুপ চৌধুরী পাঁচ ভাই,সকলেই ভিন্ন হয়ে বসবাস করলেও পরিবারের ছেলের নাম ছাত্র মৃত্যুর ঘটনায় জড়ানো এবং গ্রেফতার হওয়ায় ভেঙে পড়েছে সকলেই। গ্রাম থেকে কিছু দুরে টেনপুর গ্রামের টেনপুর হাইস্কুলের ছাত্র ছিল সৌরভ। সৌরভের গ্রেফতারের খবর শুনে হতবাক তার স্কুলের প্রাক্তন ছাত্ররাও।

আরও পড়ুন : স্নান করতে নেমে ক্ষীরপাই কেঠিয়া নদীতে তলিয়ে নিখোঁজ ঘাটালের স্কুল পড়ুয়া

আরও পড়ুন : বিজেপির ঘাটাল-মেদিনীপুর-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তিন সভাপতিকেই পূনর্বহাল রাখলো রাজ্য বিজেপি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Jadavpur University

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.