Home » Paschim Medinipur : সন্ধ্যা হলেই ভয়ে ঘর থেকে বাইরে পা রাখছেন না মানুষজন, কারণ খতিয়ে দেখতে এলাকায় প্রশাসন

Paschim Medinipur : সন্ধ্যা হলেই ভয়ে ঘর থেকে বাইরে পা রাখছেন না মানুষজন, কারণ খতিয়ে দেখতে এলাকায় প্রশাসন

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দেড় মাসে প্রায় ১২ জনের মৃত্যু। যাকে ঘিরে আতঙ্ক গ্রামে। সন্ধ্যা হলেই ঘর থেকে বাইরে পা রাখতে ভয় গ্রামবাসীদের। মনের মধ্যে দানা বেঁধেছে কুসংস্কার। মৃত্যুর কারণ নিয়ে দিশেহারা। প্রশাসনের হস্তক্ষেপের দাবি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুর পঞ্চায়েতের শাঁখারী মোড় এলাকায়। গ্রামে হঠাৎ করে বেড়েছে মৃত্যুর হার। তবে সেই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Paschim Medinipur
নিজস্ব চিত্র

আতঙ্কে সন্ধ্যে হলেই বাড়ির মধ্যে সিঁটিয়ে থাকছেন পরিবারের লোকজন। তবুও দিনের পর দিন মৃত্যু সংখ্যা বাড়ছেই। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ করুক। মৃত্যুর কারণ খতিয়ে দেখুক। অনেকেই ইতিমধ্যেই আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেছেন। জানা গিয়েছে, গত দেড় মাসে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে ওই এলাকায়। তার মধ্যে ১৭-৬৫ বছরের মানুষজন আছেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

Paschim Medinipur

লোধা অধ্যুষিত গ্রামের মানুষেরা এই ঘটনায় টেনে আনছেন ডাইনি বা কোন অশরীরী আত্মার প্রসঙ্গ। দিনে দিনে এই অন্ধ বিশ্বাস বাড়ছে তাদের মধ্যে। অনেকেই বলছেন, মৃত্যু স্বাভাবিক হচ্ছে না। রাতে খেয়ে কেউ ঘুমিয়েছেন। সকালে তার মৃত্যু হয়েছে। কেউ পড়ে গিয়ে মৃত্যু হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে বুক জ্বালা উপসর্গ থাকছে বলেই গ্রামবাসীদের মত। আর এই আতঙ্কে গ্রামেও কেউ আসছেন না। এলাকায় আছে প্রায় আশিটি পরিবার। কয়েকটি সরকারি ও নিজস্ব নলকূপ আছে।

আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিন নির্বিঘ্নে কাটল পশ্চিম মেদিনীপুর জেলায়, অব্যবস্থার অভিযোগ

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুর জেলা শাসক ক্যাম্পাসের পরিত্যক্ত রুমে আগুন, হিমশিম দমকল

পুকুরের জলও অনেকেই ব্যবহার করেন। মৃতদের মধ্যে নেশাগ্রস্ত ছিলেন অনেকে। তবে কোনও ক্ষেত্রেই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়নি বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনা জানার পর গ্রামে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দফতরের একটি দল এলাকায় যায়। মৃতের পরিবার ও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তারা। মৃত্যুর কারণ খোঁজার কাজ শুরু করেছে প্রশাসন।

আরও পড়ুন : মেদিনীপুর শহর জুড়ে দফায় দফায় লোডশেডিং, গরমে ভোগান্তি

আরও পড়ুন : আজ জগন্নাথ দেবের পুণ্য স্নানযাত্রা! আর রথ মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.