Paschim Medinipur: CPM worker arrested for attempted murder with sharp weapon
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নিজের মাংস দোকানে ব্যবহৃত ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। ওই ব্যক্তি এলাকায় সিপিএম কর্মী বলেই পরিচিত। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার এনায়েতপুরে। ধৃত সিপিএম কর্মীর নাম গোবিন্দ দোলই। বাড়ি এনায়েতপুরে। ঘটনায় গুরুতর আহত হয়ে মেদিনীপুর হাসপাতালে ভর্তি দীপক দোলই (৩৫) নামে এক যুবক। পাশের পলাশিয়া গ্রামে বাড়ি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
গত বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ দীপক দোলইকে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত করে বলে অভিযোগ। শনিবার বিকেলে গুড়গুড়িপাল থানায় দীপকের পরিবার লিখিত অভিযোগ দায়ের করে। তারপরেই গ্রেফতার করা হয় গোবিন্দ দোলইকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে এনায়েতপুরে একটি চোলাই ভাটিতে দুজনে মদ্যপান করছিলেন। সেই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকেই বিবাদের সূচনা।
Paschim Medinipur
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
ভাটি থেকে বেরিয়ে আসার সময় গোবিন্দ ছুরি দিয়ে তাকে আঘাত করে। পেটে ও বুকের বেশ কিছুটা অংশ কেটে যায় দীপকের। ওই অবস্থায় দৌড়ে স্থানীয় এক ব্যক্তির বাড়ির কাছে গিয়ে চিৎকার করতে থাকে বাঁচানোর জন্য। গ্রামের অন্যান্য মানুষজন বেরিয়ে এলে গোবিন্দ পালিয়ে যায়। খবর দেওয়া হয় গুড়গুড়িপাল থানায়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ওই ঘটনায় গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে দীপকের পরিবার। অভিযুক্ত গোবিন্দ দোলইকে গ্রেফতার করে পুলিশ।
গোবিন্দ সিপিএম কর্মী বলেই এলাকায় পরিচিত। সিপিএম রাজ্যে ক্ষমতায় থাকাকালীন তার নামে মারধর, হুমকি সহ নানা অভিযোগ ছিল। জানা গিয়েছে, মাওবাদী ও সিপিএমের লড়াইয়ের সময় এনায়েতপুরে সিপিএমের পার্টি অফিসের ক্যাম্পে থাকত গোবিন্দ। কি কারনে খুনের চেষ্টা তার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়। পাশাপাশি মেদিনীপুর সদরের নয়াগ্রামে এক অটো চালককে মারধরের ঘটনায় নয়াগ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকেও মেদিনীপুর আদালতে তোলা হয়।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper