বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বক শিকার করেছিল স্বামী। সময়ে সেই বক রান্না করতে না পারায় স্ত্রীর উপর চড়াও মদ্যপ স্বামী।দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কপালো স্বামী,তাছাড়াও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর। ঘটনায় স্বামী সহ আটক করা হয়েছে শাশুড়ীকেও। ২৫ শে ডিসেম্বর বিকেলে দাসপুর থানার বালিপোতার এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।পাড়া প্রতিবেশীদের থেকে জানা গেছে স্বামীর নাম বিকাশ সিং,স্ত্রী জ্যোৎস্না ৯ মাসের অন্তঃসত্ত্বা। স্বামী বিকাশ একটি বক শিকার করে এনে স্ত্রীকে রান্না করতে বলে বাড়ি থেকে উধাও হয়ে যায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
পরে বিকেল নাগাদ মদ্যপ অবস্থায় বিকাশ বাড়ি ফিরে দেখে স্ত্রী তখনও রান্না করছে, বিকাশ চড়াও হয় জ্যোৎস্নার উপর। স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। গৃহবধূ জ্যোৎস্নাকে একেবারে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাশের বাড়িতে নিয়ে যায়। ততক্ষণে তার দুই হাত মাথায় গভীর ক্ষত। একেবারে অচেতন অবস্থা।পরে খবর যায় দাসপুর থানায়। পুলিশ এসে গৃহবধূ জ্যোৎস্নাকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। স্বামী বিকাশের সাথে শাশুড়ি চুনি সিং কেও থানায় নিয়ে গেছে পুলিশ।
Paschim Medinipur
আরও পড়ুন : ফুটপাত দখলমুক্ত করতে নামলো পুলিশ ও পৌরসভা
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
ঘটনায় ব্যবহার করা হয়েছিল যে বঁটি সেটিকেও উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় স্থানীয় আদিবাসী সংগঠনের নেতা রাকেশ নায়েক জানান,”বক শিকার করে তাকে রান্না করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা। আদিবাসী সমাজে আগে পশু পাখি শিকার করে জীবনযাপন চলতো। এখনও কিছু মানুষ সেই ট্রেন্ডটাকে ভুলেনি। আমরা সংগঠনের তরফে আমাদের সমাজে সচেতনতামুলক প্রচার করছি কিন্তু আমরা তাতে ব্যার্থ,আমাদের সাথে প্রশাসনও যদি সঙ্গ দিয়ে এতে সাহায্য করে তবেই এটা বন্ধ হবে।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper