পত্রিকা প্রতিনিধি : করোনা যেন ঘিরে ফিরে ধরেছে পূর্ব মেদিনীপুরকে।দিনের পর দিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।আজ পাঁশকুড়া তে নতুন করে ৬ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। কলকাতা আরজিকর থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এদের করোনা রিপোর্ট পজেটিভ আসায় এদের বড়মা করোনা লেভেল থ্রি হাসপাতাল নিয়ে আসা হয়। এরই মাঝে নতুন করে ২৫ জনের সুস্থতার খবর পাওয়া গেছে হাসপাতাল তরফে।এই সুস্থতার খবরে একটু হলেও হাসি ফুটেছে হাসপাতাল চত্বরে।হাসি ফুটেছে পূর্ব মেদিনীপুর বাসীর মুখে।একদিকে করোনা আক্রান্ত অন্যদিকে করোনাতে সুস্থ এই দুইয়ের মিশ্রনে মানুষ হয়ে উঠেছে ভীত।হাসপাতাল থেকে জানা যায় আজ ২৫ জনের নেগেটিভ রিপোর্ট আসে তাই তাদের ছেড়ে দেওয়া হয় এনারা হলেন কোলাঘাট-৫,তমলুক-৩,মহিষাদল-১,ময়না-১,দূর্গাচক-১,হলদিয়া-২,পটাশপুর-৬,এগরা -৪,ভগবানপুর।হাসপাতাল তরফে জানা যায় এই ২৫ জন করোনা রুগীর মধ্যে একজন ৭২ বছরের বয়স্ক ব্যক্তি ছিলেন।তার সুস্থতার খবরে বেশি আনন্দিত হয়েছেন হাসপাতাল কর্মীরা।অবজারভার আবজল আলী জানান- “আশা করবো আস্তে আস্তে সব করোনা রুগীই সুস্থ হয়ে উঠবেন।আমি সবার কাছে আবেদন রাখবো সরকারি গাইড লাইন মেনে চলবেন।মাক্স পরে বাইরে বের হবেন তাও প্রয়োজনে।সবাই মিলে এই গাইড লাইন মেনে চললে আমরা করোনাকে জয় করতে পারবো।আমাদের ডাক্তারবাবু ও নার্স দিদিমনিদের প্রচেষ্টায় ২৫ জন সুস্থ হয়ে উঠেছেন শুনে আনন্দিত হলাম।”
0