Home » Dilip Ghosh : সাধারণ মানুষ ট্যাক্স দেবেন, আর নেতারা তাতে বিদেশে গিয়ে চিকিৎসা করাবেন-ঘাটালে খোঁচা দিলীপ ঘোষের

Dilip Ghosh : সাধারণ মানুষ ট্যাক্স দেবেন, আর নেতারা তাতে বিদেশে গিয়ে চিকিৎসা করাবেন-ঘাটালে খোঁচা দিলীপ ঘোষের

by Biplabi Sabyasachi
0 comments

Dilip Ghosh : পশ্চিম মেদনীপুরের ঘাটালের মুনশুকা এলাকায় একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত কালীপূজার উদ্বোধন অনুষ্ঠান ছিল রবিবার সন্ধ্যায়। উদ্বোধনী উপস্থিত হয়েছিলেন বিজেপির সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। উদ্বোধন পর্বে অনুষ্ঠান মঞ্চে ঘাটাল দাসপুরের বিভিন্ন সমস্যা গুলিকে উজিয়ে মানুষের মন টানার চেষ্টা করলেন তিনি। খোঁচা দিতে ছাড়লেন না অভিষেক ব্যানার্জির বিদেশে চিকিৎসা নিয়ে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদনীপুরের ঘাটালের মুনশুকা এলাকায় একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত কালীপূজার উদ্বোধন অনুষ্ঠান ছিল রবিবার সন্ধ্যায়। উদ্বোধনী উপস্থিত হয়েছিলেন বিজেপির সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। উদ্বোধন পর্বে অনুষ্ঠান মঞ্চে ঘাটাল দাসপুরের বিভিন্ন সমস্যা গুলিকে উজিয়ে মানুষের মন টানার চেষ্টা করলেন তিনি। খোঁচা দিতে ছাড়লেন না অভিষেক ব্যানার্জির বিদেশে চিকিৎসা নিয়ে।

Dilip Ghosh
নিজস্ব চিত্র

এদিন অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন-” ঘাটাল দাসপুর চন্দ্রকোনা এলাকার বহু মানুষ রোজগারের নেশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। সোনার কাজ করে আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়েছে তারা। আসার পথে দেখেছি বহু বড় বড় বাড়ি হয়েছে ।নিশ্চিত এটা চাষের টাকায় হয়নি। সোনার কারবার করে আর্থিকভাবে অনেকেই উপকৃত হয়েছে। কিন্তু তারা বাড়ি ফেরার পরে এখানকার পরিস্থিতি পাল্টায়নি। এয়ারপোর্ট থেকে নেমে ঘাটাল দাসপুরে পৌঁছাতেই সারাদিন কেটে যাবে তাদের।

আরও পড়ুন : এই রাজ্যে সবটাই ভুয়া, ভুয়া নিয়োগপত্র বিলি করেন স্বয়ং মুখ্যমন্ত্রী – কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh

কারণ এখানকার সরকার এখানকার রাস্তাঘাটের কোন উন্নতি করেনি। এলাকার লোকের সার্বিক উন্নয়ন প্রয়োজন। এজন্য রাজাকে সৎ হতে হবে। দুর্নীতিগ্রস্ত রাজা হলে যেরকম জেলের ঘানি টানছে সবাই সেরকম টানতে থাকবে।” অভিষেক ব্যানার্জীর পাশে দাঁড়ানো নিয়ে নওশাদ সিদ্দিকীকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। অভিষেক ব্যানার্জীর বিদেশে চিকিৎসা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন-” নওশাদ সিদ্দিকী ডাক্তার নন, উনি কিভাবে জানলেন কি হয়েছে? দুর্ঘটনায় আহত হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছিলাম।

নিজস্ব চিত্র

আরও পড়ুন : “আগামী লোকসভা ভোটে মেদিনীপুর থেকে পঞ্চপান্ডব পাঠাব!” মন্তব্য দিলীপের

যেখানেই হোক চিকিৎসা হয় সুস্থ হোক ।এটা নিয়ে রাজনীতি না হওয়াই ভালো। তবে নেতা মন্ত্রীরা আজকাল চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছেন। বাংলার মানুষ ট্যাক্স দেবে। তাতে নেতা-মন্ত্রীরা বিদেশে চিকিৎসা করাবে এটা কেন? বাংলার মানুষের জন্য এখানে চিকিৎসার সুবিধা কেন হচ্ছে না? এখানেও ব্যবস্থা হোক। কেন এই রাজ্যের মানুষ চিকিৎসার জন্য হায়দ্রাবাদ বাঙ্গালোর ভেলোর মুম্বাই যাবে? ” এমনি একাধিক ভাষায় রাজ্যের তৃণমূল সারকারকে কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন : আবর্জনা ফেলতে মেদিনীপুরে তৈরি হল পরিবেশ বান্ধব আধুনিক ভ্যাট

আরও পড়ুন :চাকরি প্রার্থীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে মেদিনীপুর শহরে বিক্ষোভ বাম-বিজেপির

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Dilip Ghosh

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.