Home » খুলছে মান্দারমনি সমুদ্র সৈকতের হোটেল ও রেঁস্তোরা, হাঁসি ফুটল ব্যবসায়ীদের

খুলছে মান্দারমনি সমুদ্র সৈকতের হোটেল ও রেঁস্তোরা, হাঁসি ফুটল ব্যবসায়ীদের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি :মহামারী নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৪ শে মার্চ থেকে পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।আর এরপর আজ রবিবার থেকে ফের পর্যটকদের জন্য খুলে যাচ্ছে মন্দারমনি সমুদ্র সৈকত।খুলে দেওয়া যাচ্ছে হোটেল-রেস্তোরাঁ, লজগুলিও। তবে এখনই খুলছেনা দিঘা, তাজপুর এবং শঙ্করপুর এলাকার হোটেলগুলি।

তাছাড়া গত কয়েক মাস ধরে লকডাউন চলায় পূর্ব মেদিনীপুর জেলার সৈকত এলাকার পর্যটন শিল্প একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল।ফলে পর্যটক না আসায় আয়-ইনকাম একেবারে বন্ধ হয়ে গিয়েছিল হোটেল মালিকদের। তাই এবার প্রশাসনের নির্দেশে আজ রবিবার থেকে মন্দারমনি সৈকত পর্যটকদের জন্য খুলে যাওয়ায় বিপর্যস্ত পর্যটন শিল্প পুনরায় চাঙ্গা হয়ে উঠবে বলে আশা করছেন হোটেল মালিকরা।ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে মন্দারমনির হোটেলগুলি বুকিং করাও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

মান্দারমনি বিচ হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবদুলাল দাসমহাপাত্র বলেন,”গত ২৪ শে মার্চ থেকে লকডাউনের জেরে ১২০ টি হোটেল-রিসোর্ট এলাকার কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে করোনার বিরুদ্ধে লড়াই জারি রেখেই আমরা হোটেল, লজ, রিসোর্ট খুলে দেওয়া হচ্ছে।তাছাড়া সরকারি নির্দেশিকা মেনেই হোটেলে পর্যটকেরা থাকতে পারবেন।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.