Marine Drive
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: দিঘার সমুদ্র উপকূল জুড়ে সমুদ্র তীরবর্তী এলাকার পাশ ঘেঁষে তৈরি হচ্ছে মেরিন ড্রাইভ । প্রাথমিকভাবে দিঘা থেকে শঙ্করপুর হয়ে তাজপুরের মধ্যে দিয়ে মন্দারমণিকে পাশে রেখে সোজা এই রাস্তা চলে আসবে শৌলা পর্যন্ত । পরবর্তীকালে এই মেরিন ড্রাইভ আরও ঘুরে গিয়ে মিশতে পারে হলদিয়া । আপাতত দিঘা থেকে শৌলা পর্যন্ত মেরিন ড্রাইভের কাজ প্রায় আশি শতাংশ সম্পন্ন হয়েছে । বাকি কাজ শেষ করতে সময় লাগবে প্রায় এক বছর ।পর্যটকদের কথায়, মেরিন ড্রাইভ হলে পর্যটনের ক্ষেত্রে অনেকটাই গুরুত্ব বাড়বে এই এলাকার । দিঘা থেকে সোজাসুজি সমুদ্রের পার ধরে পৌঁছে যাওয়া যাবে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে । সেক্ষেত্রে লাভবান হবেন পর্যটকরাই ।কারণ পর্যটকরা এক সাথেই মেরিন ড্রাইভ ধরে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি দেখতে পাবেন ।
আরও পড়ুন:- পরকীয়ায় টানাপোড়েন! ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে আত্মঘাতী ‘বিবাহিত’ যুগল
আরও পড়ুন:- ঝাড়গ্রাম স্টেশনের পাশে জওয়ানের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
একদিকে যেমন তাদের সময়ও বাঁচবে তেমন একটি পর্যটন কেন্দ্রে এসে বাকিগুলো উপরি পাওনা হিসেবে পেয়ে যাবেন ।পর্যটনকেন্দ্রের ব্যবসায়ীরাও আশায় বুক বাঁধছেন ।কারণ মেরিন ড্রাইভ ফলে একদিকে যেমন সমস্ত পর্যটন কেন্দ্রগুলি জুড়ে একটি রাস্তা থাকবে তখন পর্যটকদের আনাগোনাও বাড়বে অনেকটাই । আর পর্যটকদের আনাগোনা বাড়লেই বাড়বে বিক্রি বলে আশাবাদী ব্যবসায়ীরা। এবিষয়ে রামনগরের বিধায়ক তথা মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, মুখ্যমন্ত্রী বার বার দিঘাতে এসে প্রশাসনিক বৈঠকে মেরিন ড্রাইভের কথা বলেছেন । সেইমতো আমরা মেরিন ড্রাইভের প্রাথমিকপর্যায়ে দিঘা থেকে শৌলা পর্যন্ত রাস্তার কাজ প্রায় আশি শতাংশ শেষের পথে । মেরিন ড্রাইভের মাঠে রয়েছে তিনটি ব্রিজ আর এই তিনটি ব্রিজের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় এক একশো আশি কোটি টাকা ।
Marine Drive
আরও পড়ুন:- পরিবহন কর্মীদের থাকার জন্য দিঘায় গড়ে উঠল ‘স্রোতস্বিনী’ অতিথি নিবাস, উদ্বোধন মুখ্যমন্ত্রীর
ইয়াসের তাণ্ডবের ফলে বেশ খানিকটা ক্ষতি হয়েছে এই সমস্ত ব্রিজের । তাছাড়া মেরিন ড্রাইভের রাস্তার কাজ DSDA এর তত্ত্বাবধানে চলছে । আমরা আশা করছি এক বছরের মধ্যে এই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারব ।যদিও এই মেরিন ড্রাইভ নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি । কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে মেরিন ড্রাইভ । এবং সেখান থেকে টাকা কামাচ্ছে তৃণমূলের নেতানেত্রীরা ।এখন কত তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন হয় এবং মেরিন ড্রাইভ খুলে দেয়া হয় পর্যটকদের জন্য কবে সেই দিকে তাকিয়ে পর্যটক থেকে এলাকার আপামর জনসাধারণ ।
আরও পড়ুন:- রুপনারায়নে ধরা পড়ল বিরল প্রজাতির ‘ক্রোকোডাইল ফিস’
আরও পড়ুন:- অবশেষে মেদিনীপুরের ডাম্পিং গ্রাউন্ড থেকে সরছে ৫০ বছরের জমা দেড় লক্ষ মেট্রিকটন আবর্জনা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Marine Drive
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Marine Drive is being built along the coastal area along the coast of Digha. Initially, this road will go straight from Digha via Shankarpur to Tajpur, leaving Mandarmani aside and going straight to Shaula. Later this marine drive may turn further and merge with Haldia. At present, the work of Marine Drive from Digha to Shaula is about eighty percent complete. It will take about a year to complete the rest of the work. Digha can be reached directly across the sea to other tourist destinations. In that case, the tourists will benefit. Because the tourists will be able to see all the tourist centers along Marine Drive at once.
On the one hand, as they save their time, they will come to a tourist center and get the rest as an additional debt. The traders of the tourist center are also full of hope. And the traders are hopeful that the sales will increase as the number of tourists increases. In this regard, Ramnagar MLA and Fisheries Minister Akhil Giri said that the Chief Minister has repeatedly come to Digha and talked about Marine Drive in administrative meetings. Similarly, we are in the early stages of Marine Drive and the road work from Digha to Shaula is about eighty percent complete. There are three bridges in the field of Marine Drive and about one hundred and eighty crore rupees has been allocated for these three bridges.
All of these bridges have suffered considerable damage as a result of Yash cyclone. Moreover, the road work on Marine Drive is being carried out under the supervision of DSDA. We hope to be able to complete all this work within a year. However, the BJP has not stopped pushing the grassroots with this marine drive. Anup Chakraborty, president of Kanthi Organizing District, said Marine Drive was being built with very low quality materials. And the grassroots leaders are making money from there. How soon is this work done and when is Marine Drive opened for tourists?