Midnapore Church Fair
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বড়দিনের আনন্দ ও মেলায় মেতেছে মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম চার্চ । প্রায় ৩৫ বছরের পুরোনো চার্চের মেলায় মানুষের ঢল নেমেছে ৷ মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম স্কুলে রয়েছে একটি ক্যাথলিক চার্চ (Medinipur Nirmal Hriday Ashram Church)৷ দীর্ঘ 35 বছর ধরে সেখানে সাড়ম্বরে যীশুখ্রীষ্টের জন্মদিন পালিত হয়ে আসছে ৷
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
২৪ ডিসেম্বর রাত বারোটার পর ক্যারলের মাধ্যমে এবারেও প্রভু যীশুকে স্মরণ করেন খ্রীষ্টান ধর্মাবলম্বীরা ৷ এদিন সকলেই গানের মাধ্যমে ভগবানের কাছে সুখ-শান্তি-সমৃদ্ধির কামনায় প্রার্থনা করেন তাঁরা। আজ বড়দিন (২৫ ডিসেম্বর) থেকে শুরু হয় বড়দিন উপলক্ষে মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রমে চার্চের মেলা (Catholic Church in Medinipur)। সঙ্গে তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ৷
Midnapore Church Fair
এই মেলা ও অনুষ্ঠান দেখতে ভিড় জমান শহর ও জেলার মানুষজন ।প্রায় পাঁচদিনব্যাপী চলে এই মেলা । করোনার জেরে দু’বছর সমস্ত রকমের অনুষ্ঠান ও মেলা থেকে বিরত ছিল চার্চ কর্তৃপক্ষ । এ বছর করোনা বিপর্যয় কেটে যেতেই আবার মেলার আয়োজনে ব্রতী হয়েছে চার্চের বর্তমান সদস্যরা ও কর্তৃপক্ষ । প্রায় ৩৫ বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে চার্চ কমিটি ।
আরও পড়ুন : বড়দিনে উপচে পড়া ভিড় দীঘায়, পিকনিকে মাতলেন পর্যটকরা
আরও পড়ুন : উৎসবের আনন্দের মাঝে দুর্ঘটনা মেদিনীপুরে, উল্টে গেল গাড়ি
ফাদার ভিনসেন্ট লোবো বলেন, “প্রভু যীশুর কাছে এবারে একটাই প্রার্থনা থাকবে এই মহামারী যেন আর কখনও না আসে এই জগতে । মানুষ যেন শান্তিতে বসবাস করে, সকল রোগ জ্বালা থেকে যেন মুক্তি পায় ।” বড়দিনে মেদিনীপুর চার্চে মানুষের ঢল নামল। ফুলে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা চার্চ। মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম চার্চে ( Midnapore Nirmal Hriday Ashrma Church) দেখা গেল এমনই ছবি। বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আর সেখানেই অংশগ্রহন করেন মেদিনীপুরের অঢেল মানুষ।ভিড় সামলাতে নাজেহাল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : এবার শালবনীতে বাড়ি থেকে ধানের বস্তা শুঁড়ে তুলে দৌঁড় দাঁতালের
আরও পড়ুন : ডেবরায় সরকারিভাবে চালু তেলেভাজা দোকান! খাস্তা চপ খেতে বাড়ছে ভিড়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Church Fair
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper