Home » Bhoot Chaturdashi | Fire : ভূত চতুর্দশীতে মেদিনীপুরের একটি মিলে ভয়াবহ আগুন, তিনটি ইঞ্জিনে সামাল দিল দমকল

Bhoot Chaturdashi | Fire : ভূত চতুর্দশীতে মেদিনীপুরের একটি মিলে ভয়াবহ আগুন, তিনটি ইঞ্জিনে সামাল দিল দমকল

by Biplabi Sabyasachi
0 comments

Bhoot Chaturdashi : ভূত চতুর্দশীর সন্ধ্যায় মেদিনীপুর শহরের একটি মিলে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনাটি রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিধাননগর (সার্কিট হাউস) এলাকায়। দমকলের একটি ইঞ্জিনে এসে পরিস্থিতি খারাপ দেখে মোট তিনটি ইঞ্জিন হাজির করে। সন্ধ্যা ছ’টা থেকে রাত্রি আটটা পর্যন্ত টানা কাজ করতে হয় তাদের। এতে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভূত চতুর্দশীর সন্ধ্যায় মেদিনীপুর শহরের একটি মিলে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনাটি রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিধাননগর (সার্কিট হাউস) এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় ব্যবসায়ী মন্টু সিনহার হার্ডওয়ার্স ও সর্ষের তেলের ব্যবসা রয়েছে। দোতলা বাড়ির ওপর তলাতে অনেকেই থাকেন।

Bhoot Chaturdashi
নিজস্ব চিত্র

নিচের তলাতে হার্ডওয়ারসের সামগ্রী সহ তেল পাকিংয়ের গোডাউন। রবিবার সন্ধ্যায় সেই তেল প্যাকিংয়ের গোডাউনে আগুন লেগে যায় কোন ভাবে। আগুনের শিখা ও ধোঁয়া ওপর পর্যন্ত পৌঁছে গেলে কোনভাবে লোকজন বাইরে বেরিয়ে আসে। প্রতিবেশীরা খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিনে এসে পরিস্থিতি খারাপ দেখে মোট তিনটি ইঞ্জিন হাজির করে। সন্ধ্যা ছ’টা থেকে রাত্রি আটটা পর্যন্ত টানা কাজ করতে হয় তাদের। এতে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : ‘সিত্রাং’ সর্তকতা জারি মেদিনীপুরে, প্রস্তুত সিভিল ডিফেন্স

Bhoot Chaturdashi

স্থানীয়দের অভিযোগ, “জনবহুল এলাকার ভেতরে নিরাপত্তা ছাড়াই তেল মিল চালানো নিয়ে আগেই অভিযোগ করেছিলাম। এই ঘটনা আরও আতঙ্কিত করলো আমাদের।” তবে কি কারণে আগুন লেগেছিল তা পরিষ্কার নয় এখনও। দমকলের স্টেশন অফিসার চিন্ময় বক্সী বলেন, “কি কারনে আগুন লেগেছিল তা পরিষ্কার হয়নি। তবে ভেতরে প্রচুর পরিমাণে কার্টুন, গোডাউনে আরও অন্যান্য কাগজ সামগ্রী, প্লাস্টিকের বোতল, প্যাকিং সামগ্রী থাকায় তাতে আগুন লেগে ছড়িয়েছিল।

অনেকটা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।” ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল স্থানীয়দের মধ্যে। মিলের পাশের বাড়ির বাসিন্দা মানিক জানা বলেন, “বাইরে থেকে প্রচুর তেলের গাড়ি আসে। এখানে খালি ও ভর্তি হয়। এখানকার এই পদ্ধতি নিয়ে এলাকার নিরাপত্তা নিয়ে আমাদের সংশয় হয়েছিল আগেই। প্রতিবাদ করেছিলাম আগেও। তাতেও কোন পরিবর্তন হয়নি পরিস্থিতির।”

আরও পড়ুন : মেদিনীপুর সদরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আদালতের দ্বারস্থ

আরও পড়ুন : সাধারণ মানুষ ট্যাক্স দেবেন, আর নেতারা তাতে বিদেশে গিয়ে চিকিৎসা করাবেন-ঘাটালে খোঁচা দিলীপ ঘোষের

মিল মালিক মিন্টু সিনহা হার্ডওয়ার্স প্রসঙ্গে বললেও তেলের গোডাউন করা বিষয়ে প্রশ্ন করতেই অস্বস্তিতে পড়েন। নিজের নাম না বলেই বেরিয়ে যান। তিনি বলেন, “আমার হার্ডওয়ার্সের বিভিন্ন সামগ্রী ও প্যাকিং এর জিনিসপত্র ছিল। বাচ্চারা পাশাপাশি এলাকায় বাজি নিয়ে খেলছিল। সেই বাজি ছিটকে ভেতরে পড়ে গিয়ে হয়তো এই সমস্যা হয়েছিল।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Bhoot Chaturdashi

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.