Offline Examination : মহাবিদ্যালয় কর্তৃপক্ষ অনড় অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে। শনিবারের পর সোমবার সকাল থেকে মহাবিদ্যালয়ের প্রবেশ পথের গেট বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন মহাবিদ্যালয়ের ছাত্রীরা। সন্ধ্যা বেলা হাজির হতে হয় জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকদের। নিরাপত্তার জন্য মহাবিদ্যালয়ের গেটের বাইরে মোতায়েন ছিল পুলিশ বাহিনী।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অনলাইনে পরীক্ষার দাবিতে আন্দোলনে নামে মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। শনিবারের পর সোমবার সকাল থেকে মহাবিদ্যালয়ের প্রবেশ পথের গেট বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন তারা। মহাবিদ্যালয় কর্তৃপক্ষও অনড় অফলাইনে।
আরও পড়ুন : দাঁতন থেকে দক্ষিণ কোরিয়া ! রসায়ন গবেষনায় বিদেশে ডাক পেলেন পশ্চিম মেদিনীপুরের মিলন
দিন শেষ হয়ে আন্দোলন চলে ভোর তিনটে পর্যন্ত। সন্ধ্যা বেলা হাজির হতে হয় জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকদের। নিরাপত্তার জন্য মহাবিদ্যালয়ের গেটের বাইরে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। ভোর বেলাতে যখন বিক্ষোভ ওঠে তখন বাজে ভোর তিনটে। তখনও মহাবিদ্যালয় কর্তৃপক্ষ অনড় অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে।
আরও পড়ুন : দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয়! মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়ে শিক্ষক হতে চায় পশ্চিম মেদিনীপুরের শিবা
দিনরাত আন্দোলনের পর অফলাইনে পরীক্ষা হবে জেনে বাড়ি ফেরায় ক্ষুব্ধ ছাত্রীরা। তবে বাড়ি বা মেসে ফিরতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বাসে করে পুলিশি পাহারায় প্রত্যেককে (যে যেখানে থাকেন) পৌঁছে দেওয়া হয়। এক পুলিশ আধিকারিক বলেন, প্রত্যেককে নিজস্ব মেসে বা বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায়।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে উল্টে গেল লিচু গাড়ি, লিচু কুড়োতে ভিড় এলাকাবাসীর
আরও পড়ুন : চন্দ্রকোনায় দুই বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি দুর্ঘটনা, তদন্তে পুলিশ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Offline Examination
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore