0
পত্রিকা প্রতিনিধি : নয়াগ্ৰামের জঙ্গলের আনাচে কানাচে হরিণের ঘোরা ফেরা এখন প্রায়ই দেখা যায়। রাতের অন্ধকারে রাস্তার উপর থাকা একটি হরিণ শাবক উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন নয়াগ্ৰামের এর কলমাপুখুরিয়া কয়েকজন সহৃদয় ব্যক্তি।ঘটনা নয়াগ্ৰামের রামেশ্বর এলাকার।এদিন রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ কলমাপুকুরিয়া থেকে একটি পিকআপ ভ্যানে করে গোপীবল্লভপুর বাজারে আসছিলেন অভিজীৎ ঘোষ,মলয় সাউ,সুধীর অধিকারী এবং মিহির বেরা। কলমাপুকুরিয়া থেকে আসার সময় রামেশ্বর এবং তপোবনের মাঝে রাস্তার উপর এরা দেখতে পান একটি হরিণ শাবক।আর বাচ্চা হরিণটিকে দেখে নিজেদের পিকআপ ভ্যানে তুলে নেন অভিজীৎ বাবু।পরে হরিণ শাবক, স্থানীয় কলমাপুকুরিয়া বীট অফিসে এসে হরিণ বাচ্চাটিকে বন দপ্তরের হাতে তুলে দেন এই সহৃদয় ব্যক্তিরা।