পত্রিকা প্রতিনিধি: দিন দিন বেড়ে চলেছে করোনা সংক্রমন।রীতিমত আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে।আবারও কেশিয়াড়িতে সংক্রমিত হলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী।করোনা উপসর্গ নিয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে বুধবার নমুনা সংগ্রহ হলে শুক্রবার বিকেলে পজিটিভ আসে।জানা গিয়েছে কেশিয়াড়ি ব্লকের হাসিমপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের ওই কর্মীর গত ২৪ তারিখ জ্বর হয়।পরে রিপোর্ট হলে পজিটিভ আসে।
অপর দিকে কেশিয়াড়ি ব্লকে করোনায় আক্রান্ত এক পরিযায়ী যুবক।পুনা থেকে থেকে স্কুল কোয়ারেন্টাইনে রয়েছেন চারজন যুবক।পারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকার পর নমুনা সংগ্রহ হলে রিপোর্ট পজিটিভ আসে।
অপরদিকে নারায়নড় থানা এলাকায় করোনা আক্রান্ত এক আদালতের কর্মী।দিন কয়েক আগে আদালত থেকর ফেরার পথে বৃষ্টিতে ভেজার কারনে জ্বর হয়।বুধবার নমুনা সংগ্রহ হলে শনিবার পজিটিভ আসে।জানা গিয়েছে ওই ব্যক্তি মেদিনীপুর জর্জ কোর্টে কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন।
যদিও সংক্রমিতদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক দেখা গেছে মানুষের মধ্যে।
0