বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঝড়ে ভেঙে যাওয়া গাছের সঙ্গে জঙ্গলের অন্যান্য গাছও চুরি হয়ে গিয়েছে। আর সেই গাছ ফেরাতে এলাকায় মাইকিং করে হুঁশিয়ারি দিল আইনি পদক্ষেপের। ২৪ ঘন্টার মধ্যে বনদপ্তরে কাঠ ফেরত না দিলে গ্রেপ্তার করা হবে। পুরো এলাকার জুড়ে মাইকিং-এ চিন্তার ভাঁজ পড়েছে গ্রামবাসীদের। ঘটনাটি রবিবার মেদিনীপুর সদরের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের মুড়াকাটা ও সিজুয়া এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মুড়াকাটা এলাকার জঙ্গলে সরকারি নিয়ম অনুসারে গাছ কাটা হচ্ছে। শনিবার রাতের ঝড়ে ওই এলাকার জঙ্গলে বেশকিছু গাছও ভেঙে গিয়েছিল। সেই গাছ সংগ্রহ করার নামে কাটা থাকা গাছের গুড়িও কেউ বা কারা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে যৌথ বন পরিচালন কমিটি ও গোপগড় বিটের বনকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই গাছের খোঁজ করেন। তাতে সামান্য কিছু উদ্ধার হয়েছে। অনেকেই মনে করছেন, বাড়ির ভেতরে লুকিয়ে রাখা হয়েছে। যার ফলে কার্যত ফাঁকা হাতেই ফিরতে হয়েছে বনকর্মীদের। এরপরই এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে ২৪ ঘন্টার মধ্যে সেই কাঠ স্থানীয় ফরেস্ট অফিসে ফেরত দিয়ে আসতে হবে। ফেরত না দিলে সার্চ ওয়ারেন্ট বের করে প্রত্যেক বাড়িতে তল্লাশি চালানো হবে।

যার বাড়ি থেকে গাছ বেরোবে তাকে গ্রেফতার করা হবে। শুধু মুখের কথা নয়, এলাকায় মাইকিং করেও জানিয়ে দিয়েছে বনদপ্তর। গোপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী বলেন, “ঝড়ে বেশ কিছু গাছ ভেঙে পড়েছিল। সেই গাছ সংগ্রহের নামে কাটা থাকা গাছও চুরি গিয়েছে। আমরা খবর পেয়ে সিজুয়া ও মুড়াকাটা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছি। সামান্য কিছু উদ্ধার হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে এলাকাবাসীকে ২৪ ঘন্টার মধ্যে সেই গাছ ফেরত দিতে হবে, না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur Protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper