পত্রিকা প্রতিনিধি: মাত্র চার মাস আগে বিয়ে হওয়া এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রবিবার জুনপুট কোস্টাল থানার কালামিনাপুট গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিস জানিয়েছে, মৃতার নাম পূর্ণিমা ভুঁইয়া জানা(১৭)। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিন সকালে বাড়ির কড়িকাঠে শাড়ির ফাঁসে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পুলিস দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। ততক্ষণে অবশ্য দেহটি নামানো হয়ে যায়। খবর পেয়ে বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তাঁর স্বামী অসীম তাঁকে শ্বাসরোধ করে খুনের পর ঝুলিয়ে দিয়েছে বলে পুলিসের কাছে অভিযোগ করেন বাপেরবাড়ির লোকজন ও প্রতিবেশীরা।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় অসীম ও তার মাকে দায়ী করে তাদের একটি গাছে বেঁধেও রাখেন। তাদের উত্তম-মধ্যমও দেওয়া হয়। প্রতিবেশী তথা গ্রামবাসীরা দাবি করেন, পূর্ণিমার গলায় শ্বাসরোধ করার স্পষ্ট চিহ্ন রয়েছে। খবর পেয়ে বধূর বাপেরবাড়ির লোকজন কালামিনাপুটে এসে পৌঁছান। তাঁরা তাঁদের মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিস এবং পরিস্থিতি সামাল দেয়।
0