Home » দক্ষিণ–পূর্ব রেলওয়ে শাখায় একাধিক ট্রেন বাতিল

দক্ষিণ–পূর্ব রেলওয়ে শাখায় একাধিক ট্রেন বাতিল

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ দক্ষিণ–পূর্ব রেলওয়ে শাখার শালিমার কোচিং টার্মিনালে একাধিক কাজ হচ্ছে। আর সে কারণে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি শনিবার , শালিমার–সাঁতরাগাছির মধ্যে নয়া লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করবে রেল। ফলে বাতিল হচ্ছে বহু ট্রেন। ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এর ফলে সমস্যায় পড়তে পারেন ওই রুটের নিত্যযাত্রীরা। এদিন হাওড়া–ভুবনেশ্বর, হাওড়া–পুরুলিয়া ও হাওড়া–দিঘা স্পেশ্যাল ট্রেন বাতিল হয়েছে।

পাশাপাশি, ৩৪টি আপ ও ৩৩টি ডাউন লোকাল বাতিল করল রেল। তবে সময় পরিবর্তন হয়েছে আপ যশবন্তপুর, আপ এরনাকুলাম স্পেশ্যালের ও ডাউন মুম্বই ও আহমেদাবাদ এক্সপ্রেসের। রেল সূত্রে খবর, হাওড়া–ভদ্রক স্পেশ্যাল ছাড়বে খড়গপুর থেকে ও হাওড়া–রাঁচি স্পেশ্যাল ছাড়বে টাটা থেকে। এছাড়া পাঁচটি ইএমইউ হাওড়ার পরিবর্তে বাউড়িয়া থেকে ছাড়বে।


তবে শালিমার স্টেশনের উন্নয়নমূলক কাজ চলছে। হাওড়ার চাপ কমাতে এই স্টেশন থেকে বেশকিছু দূরপাল্লার ট্রেন ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। পরিকল্পনা করা হচ্ছে যাতে আগামী দিনে শালিমার থেকে অসংখ্য ট্রেন চলাচল করে। এজন্য সাঁকরাইল থেকে শালিমারের মাঝে ৮.৭ কিলোমিটার নতুন লাইন হবে। সাঁকরাইল–আন্দুলের মাঝে ৬৩ মিটার উড়ালপুল তৈরি হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে। ফলে ওইদিন এই শাখায় ট্রেন নিয়ন্ত্রণ বলে জানিয়েছে ওই রেলদফতর।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.