Home » মুকুল, শোভন, রাজীবরা গদ্দার বলে মান্তব্য কুনাল ঘোষের

মুকুল, শোভন, রাজীবরা গদ্দার বলে মান্তব্য কুনাল ঘোষের

by Biplabi Sabyasachi
0 comments

Kunal Ghosh

আরও পড়ুন ঃনাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস, গ্রেফতার প্রেমিক

পত্রিকা প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের আরএসএ ময়দানে বুধবার তৃণমূল জনসভায় এসে
বিজেপিকে মিথ্যাচার,বিভেদ, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির আতুঁড়ঘর বলে অভিহিত করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন, রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক বিভাজনের পথে চলেছেন বিজেপির বন্ধুরা।শুভেন্দু অধিকারী সহ অধিকারী পরিবার মমতার ক্ষমতা ভোগ করে সারদা-নারদা কেলেংকারী থেকে বাঁচতে বিজেপির পতাকাতলে সামিল হয়েছেন বলে অভিযোগ তার। তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গদ্দারী করছেন মুকুল, শোভন, রাজীবরা। দুর্নীতির মুখোশ খুলে পড়েছে বিশ্বাসঘাতক দের।জনতার আদালতে বিজেপির স্বৈরাচার ও দ্বিচারিতার বিচার হবে।জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত করার আবেদন জানান তিনি।

নিজস্ব ছবি

অপারদিকে মান্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র অবিভক্ত মেদিনীপুর জেলাকে তৃণমূল কংগ্রেসের দূর্গ বলে অভিহিত করেন। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা থেকে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন বার্তা দেন। পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন বলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলার মেয়ে বলতে অস্বীকার করছেন তারা বাংলা তথা মেদিনীপুরের কলঙ্ক ছাড়া আর কিছুই নয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলার ঝি-চাকরের উপমা টানতে গিয়ে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের অপমান করছেন। বিজেপির গরীব বিরোধী মনোভাবের জবাব বাংলার মানুষের কাছ থেকে পাবেন বলে জানান। তবে পূর্ব মেদিনীপুর তথা বাংলার মানুষ বিশ্বাসঘাতক ও মেরুকরণের রাজনীতির কারবারি দের মুখের মত জবাব দেবেন বলে জানান বিধায়ক অখিল গিরি। অপারদিকে অধ্যাপক জ্যোর্তিময় কর তাঁর বক্তব্যে অখিল গিরি কে রামনগরের মামুষের সর্বক্ষণের সাথী বলে অভিহিত করেন।

এদিন সভায় বক্তব্য রাখেন রাজ্য যুব নেতা তথা অভি নেতা সোহম চক্রবর্তী, বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর, জেলা তৃণমূল যুব কংগ্রেসর সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেক আনোয়ার উদ্দিন, শম্পা মহাপাত্র, খালেক কাজী, বিশ্বরঞ্জন মিশ্র,অশোক বিশাল প্রমুখ নেতৃবৃন্দ।

এদিন সভায় জেলা জাতীয় কংগ্রেসের মহিলা নেত্রী রীনা দাস সহ শতাধিক সমর্থকের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র, জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kunal Ghosh

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.