Home » Sisir Adhikari : সাংসদ শিশির অধিকারীর কোন দল? তদন্তের নির্দেশ দিলেন লোকসভার অধ্যক্ষ

Sisir Adhikari : সাংসদ শিশির অধিকারীর কোন দল? তদন্তের নির্দেশ দিলেন লোকসভার অধ্যক্ষ

by Biplabi Sabyasachi
0 comments

MP Sisir Adhikari party? The Speaker of the Lok Sabha directed an inquiry

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সামনেই পুরসভা নির্বাচন আর তার আগেই অধিকারী পরিবারকে আবারও কোনঠাসা করতে চাইছে রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এহেন পরিস্থিতিতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ইতিমধ্যেই বিষয়টি পাঠানো হয়েছে প্রিভিলেজ কমিটির কাছে। তবে এখন শিশির অধিকারী কোন দলে রয়েছেন, তা নিয়ে তদন্ত করে স্পিকারের কাছে রিপোর্ট জমা দেবে প্রিভিলেজ কমিটি।

আরও পড়ুন:- দীঘায় ধরা পড়ল ১২১ টি তেলিয়া ভোলা মাছ , বিক্রি প্রায় কোটি টাকায়

Sisir Adhikari
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে সাংসদ তহবিলের টাকা খরচ করছে না MKDA, হাইকোর্টে জনস্বার্থ মামলা

তবে এর আগে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলে জানা যাচ্ছে। উল্লেখ্য , কাঁথি লোকসভা থেকে বিপুল ভোটে জয়লাভের পর সাংসদ হন শিশির অধিকারী। তবে তার বড়ছেলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর অধিকারী পরিবারে ধীরে ধীরে রদবদল হতে শুরু করে। আর তার মাঝে এগরায় অমিত শাহের সভায় বিজয়ী প্রার্থীর প্রচারে দেখা যায় শিশির অধিকারীকে।

Sisir Adhikari

আরও পড়ুন:- স্কুলে পঠনপাঠন চালুর দাবিতে সন্তানদের নিয়ে পথে মা, মেদিনীপুর শহরে হল ডিএসও-র জেলা সম্মেলন

Advertisement

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে হাতির প্রবেশ আটকাতে উত্তরবঙ্গের মডেল কার্যকরী করছে মেদিনীপুর বনবিভাগ

আর তার শুরু হয় জোরালো জল্পনা। শিশির অধিকারী কোন দলে রয়েছেন তা নিয়ে উঠে একাধিক প্রশ্ন। তবে এই পরিস্থিতিতে তিনি কোন দলে রয়েছেন তা নিয়ে তদন্ত করে স্পিকারের কাছে রিপোর্ট জমা দেবে প্রিভিলেজ কমিটি। এর আগে তৃণমূলের  লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

আরও পড়ুন:- পর্যটকদের জন্য সুখবর! দিঘাতে এবার তৈরি হল সেলফি জোন

Advertisement

আরও পড়ুন:- অবৈধ বালি উত্তোলনের অভিযোগে মেদিনীপুর গ্রামীণে খাদানে হানা দিল পুলিশ ও ভূমি দফতর

একদিকে যখন মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার বিরোধিতা করছে বিজেপি, সেই সময় পাল্টা অধিকারী পরিবারের দুই সাংসদকে নিয়ে চাপ বাড়াতে চায় তৃণমূল। মুকুল রায়কে নিয়ে মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে। দ্রুত বিষয়টির নিষ্পত্তি করার আশা প্রকাশ করেছেন বিচারপতি। এই পরিস্থিতিতে এবার শিশির অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূল।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে দশম শ্রেণীর ছাত্রীকে বিবাহের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে গলায় ছুরি চালিয়ে ফেরার পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি

দু’দিন আগেই দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনে দলের কৌশল কী হবে, তা ঠিক করে দিয়েছেন তিনি। তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে কোন কোন বিষয়ে তৃণমূল কী অবস্থান নেবে তা যেমন ঠিক করে দিয়েছেন তৃণমূল নেত্রী, তেমনি সংসদের ভিতরে বাইরে অন্যান্য দলের সঙ্গে সম্পর্ক নিয়ে বার্তা দেন তিনি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Sisir Adhikari

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.