Vidyasagar Birth Place : জ্ঞানের আলো যিনি জ্বালিয়ে ছিলেন আজ সেই গ্রামই অন্ধকার। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবছে বিদ্যাসাগরে জন্মভূমি ঘাটালের বীরসিংহ গ্রাম। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রাম বিদ্যাসাগরের জন্মভুমি। বিদ্যাসাগরের জন্ম ভূমি ঘিরে তৈরি করা হয়েছে পর্যটন কেন্দ্র।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জ্ঞানের আলো যিনি জ্বালিয়ে ছিলেন আজ সেই গ্রামই অন্ধকার। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবছে বিদ্যাসাগরে জন্মভূমি ঘাটালের বীরসিংহ গ্রাম। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রাম বিদ্যাসাগরের জন্মভুমি। বিদ্যাসাগরের জন্ম ভূমি ঘিরে তৈরি করা হয়েছে পর্যটন কেন্দ্র।
আরও পড়ুন : পুরনো নয়, চাই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, পশ্চিম মেদিনীপুরে ২১ দফা দাবি বনকর্মীদের
বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসনের কোটি টাকা ব্যয়ে তাঁর জন্ম ভূমি কে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল । রাস্তার ধারে ধারে বসানো হয়েছিল ৬৮৭ টি পথবাতি। স্থানীয়দের অভিযোগ বেশিরভাগ পদবাতি বিকল হয়ে পড়ে রয়েছে, কোন সংস্কার ব্যবস্থা নেওয়া হচ্ছে না ফলে আবারও বীরসিংহ গ্রাম অন্ধকারে ডুবে যাচ্ছে। পথ বাতিগুলি কারা রক্ষণাবেক্ষণ করবে তাই নিয়ে ধন্দে পড়েছে প্রশাসন।
আরও পড়ুন : কেশপুরে কাঠ চেরাই মিলে অভিযান বন দফতরের, সিল করল একাধিক মিল
Vidyasagar Birth Place
বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরসিংহ গ্রাম। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হচ্ছে যে পথবাতিগুলি রক্ষণাবেক্ষণের জন্য তাদের কোন তহবিল নেই অপরদিকে বীরসিংহ উন্নয়ন পর্ষদ নিতে চাইছে না এই দায়ভার। সূত্রের খবর পথ বাতিগুলির লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিলের জন্য বিদ্যুৎ দপ্তর থেকে বিচ্ছিন্ন করতে পারে বিদ্যুৎ সংযোগ।
আরও পড়ুন : মেদিনীপুরে এসইউসিআই দলের প্রতিষ্ঠাতার জন্ম শতবর্ষের সমাবেশ থেকে এসএসসি ও নার্স দুর্নীতির প্রতিবাদ
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পুরোপুরি অন্ধকারে ডুববে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে আশা করি খুব শীঘ্রই পথ বাতিগুলি সারিয়ে তোলা হবে। এখন দেখার বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে আলো ফিরে আনতে প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Vidyasagar Birth Place
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper