পত্রিকা প্রতিনিধি :বিষধর মনোক্রোম কোবরা সাপ উদ্ধার।শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার গোপালপুরের একটি খাল থেকে উদ্ধার হয় সাপটি।
জানা গিয়েছে,এদিন দুপুরে খালে থাকা মাছ ধরার ঘুনিতে আটকে পড়ে ভয়ঙ্কর বিষধর কোবরা সাপটি।এরপর মাছের ঘুনিতে ওঠাতে গিয়ে সাপটিকে দেখতে পায় এক ব্যক্তি।তারপর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।এরপর শঙ্করপুর বিট হাউসে খবর দেওয়া হলে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে,সাপটি প্রায় সাড়ে ৬ ফুট লম্বা।এই সাপের বিষ ভয়ঙ্কর হলেও এই সাপ সচরাচর কামড়ায় না ৷ সে কারণে সাপটিকে উদ্ধার করার পাশাপাশি সাপ সম্পর্কে সচেতনও করা হয় গ্ৰামবাসীদের। তবে এই ধরনের বিষধর সাপ প্রথমবার উদ্ধার হয় নি ৷ এর আগেও এই সব এলাকায় থেকে অজগর, চন্দ্রবোড়া ও বিভিন্ন ধরনের সাপ উদ্ধার হয়েছে ৷