Home » কাঁথিতে মোদীর জনসভা ২৪ মার্চ

কাঁথিতে মোদীর জনসভা ২৪ মার্চ

by Biplabi Sabyasachi
0 comments

আরও পড়ুন ঃময়নায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পত্রিকা প্রতিনিধিঃ ২১ শে আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে নীলবাড়ির লড়াইয়ে সব জেলায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটা আগেই জানিয়েছে বিজেপি। শুধু মোদী নন, অমিত শাহও আসবেন বার বার। রাজ্য বিজেপি-র যা পরিকল্পনা তাতে ২৯৪ আসনের প্রার্থীরাই মোদী বা শাহর সঙ্গে কোনও না কোনও মঞ্চে থাকবেন। তবে একই জেলায় মোদী একাধিক সভা করবেন না ধরে নিয়েই প্রচারসূচি সাজাচ্ছে গেরুয়া শিবির। তবে ব্যতিক্রম পূর্ব মেদিনীপুর। এই জেলায় গত ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় সভা করে গিয়েছেন মোদী। কিন্তু আবার আসছেন তিনি। কারণ, এই জেলাতেই বিধানসভা নির্বাচনের ‘হাইভোল্টেজ’ আসন নন্দীগ্রাম। যেখানে মুখোমুখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি-র ‘পোস্টারবয়’ শুভেন্দু অধিকারী।

তবে আগামী ২০ মার্চ কাঁথিতে জনসভা হওয়ার কথা ছিল মোদীর। কিন্তু অনিবার্য কারন বসত ওই সভা আগামী ২৪ মার্চ কাঁথির রেলওয়ে সংলগ্ন মাঠে হবে বলে জানা যাচ্ছে। তবে পূর্ব মেদিনীপুরে যে তিনি আবার আসছেন সে ব্যাপারে নিশ্চিত বিজেপি। আর সে কারণে শনিবার প্রধানমন্ত্রীর জনসভার জন্য কাঁথির রেলওয়ে সংলগ্ন মাঠ পরিদর্শন ক‍রলেন রাজ‍্য  বিজেপির মুখপাত্র তথা সাংসদ লকেট চ‍্যাটার্জি সহ জেলা , রাজ‍্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা ।

তবে ২৭ মার্চ প্রথম দফায় পাঁচটি আসনে ভোট পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোট নন্দীগ্রামে। তার আগে নন্দীগ্রামে সভা করার সুযোগ থাকবে প্রধানমন্ত্রীর। যদিও বিজেপি-র তরফে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Suicide by hanging

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.