পত্রিকা প্রতিনিধি :পশ্চিম মেদিনীপুর জেলায় করোনায় মোট আক্রান্ত ৮৪।মেদিনীপুর শহরে নতুন করে ২ জন আক্রন্তের হদিশ মেলে। এরমধ্যে মেদিনীপুর শহরেররবীন্দ্র নগরের এক বৃদ্ধার (৬৩) ও ছোট বাজার সংলগ্ন এলাকার এক প্রৌড়ার (৫৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও কেশপুর থানার ১২ জনের,দাসপুর থানার ২৭ জনের, দাঁতন থানার ১ জনের, ঘাটাল থানার ১৭ জনের, গোয়েলতোড় থানার ১ জন, গড়বেতায় ১৪ জন , আনন্দপুর ও পিংলা থানার ১ জন করে মোট ২ জন করোনা সংক্রান্ত হদিস মেলে। এছাড়াও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন যাদের তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি।
অপরদিকে করোনা সংক্রমণের মধ্যে আশার আলো।পূর্ব মেদিনীপুর জেলার করোনা হাসপাতাল থেকে রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ২জন কোভিড সংক্রমিত।দিন কয়েক আগে ১০ জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল।এবার ২ জন সুস্থতার খবরে ফের হাসি ফুটেছে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মুখে।জানা গিয়েছে,এই দুজন ঘাটাল ও পটাশপুর থেকে কোভিড ১৯ সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন এঁরা। এছাড়াও দাসপুর থানার ভুতাতে এক ব্যক্তির করোনা সংক্রমণ হয় মৃত্যুর খবর আসে।
2
previous post