83
			
                    
					
			
            
				            
							                    
							        
    
পত্রিকা প্রতিনিধি : শহরের বটতলা চক এর বেশ কয়েকটি গলি রাস্তাকে কনটেইনমেন্ট জোন করে গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রয়েছে পুলিশি প্রহরাও। কেউ ওই জোনে যেতে পারবেন না। সোমবার শহরের বটতলাচকে এক মহিলার করোনা পজেটিভ ধরা পড়ে। গত ১০ জুলাই ওই মহিলার লালা রস সংগ্রহ করা হয়েছিল , সোমবার রাতেই তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। মহিলাকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই খবর প্রকাশিত হতেই শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাতেই ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সচেতন করে পুলিশ । যারা মাস্ক না পরেই চলাফেরা করছিলেন তাদের পুলিশ লাঠি পেটাও করে পুলিশ। বটতলা চক এর ভাঙরপাড়া কে মঙ্গলবার সন্ধ্যায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ।
 
			        