Home » এক রত্তিদের শরীরেও করোনার ছোবল, মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশি বাবা-মায়েরা

এক রত্তিদের শরীরেও করোনার ছোবল, মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশি বাবা-মায়েরা

by Biplabi Sabyasachi
0 comments

Covid free

আরও পড়ুন ঃগড়বেতা -৩ ব্লক ও গোপীবল্লভপুরে দলবদল, বিজেপির বঙ্গজয়ের চেষ্টা ব্যর্থ হতেই কর্মী সমর্থকেরা যোগ দিচ্ছেন তৃণমূলে

পত্রিকা প্রতিনিধি: শরীরে অক্সিজেনের (Oxygen) মাত্রা ওঠানামার মধ্যে লড়াইটা ছিল হার না মানার। কারোর বয়স ৫ মাস কারোর ৭ মাস। কেউ জ্বরে ভুগছিল, কেউ শ্বাসকষ্টে । খুদে শরীরে হানা দিয়েছিল করোনা (Corona) ভাইরাস । চিকিত্সা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Medinipur Medical College & Hospital) শিশু বিভাগে । করোনাকে (Corona) হেলায় হারিয়ে সুস্থই বাড়ি ফিরছে এক এক রত্তিরা। কেউ হাসপাতালে ভর্তির ৭ দিনের মাথায় বাড়ি ফিরছে , কেউ ১০-১২ দিনের মাথায়। হাসপাতালে ভর্তি থাকার সময় তাঁদের বাড়ির লোকজন উৎকন্ঠার প্রহর গুনছিলেন। শেষপর্যন্ত ফ্যাকাশে হয়ে যাওয়া বাবা- মায়ের মুখে ফের ফিরেছে হাসি।

ফাইল চিত্র

করোনা জয়ী এক শিশুর মা বলেন, ” চারিদিকে যন্ত্রণা মৃত্যু হাহাকার দেখছি, যখন শুনলাম ছেলের করোনা হয়েছে, ভীষণ দুশ্চিন্তা হয়েছিল। চিকিত্সকেরা অভয় দিয়েছিলেন। এখন ছেলে সুস্থ হয়ে উঠেছে । চিকিত্সক নার্সদের ধন্যবাদ।” মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালের (Medinipur Medical College & Hospital) শিশু বিভাগের বিভাগীয় প্রধান তারাপদ ঘোস (tarapada GhosH) জানিয়েছেন, ” সম্প্রতি বেশ কয়েকজন করোনা সংক্রমিত (Corona affected) শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তিনি মানছেন কিছু ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। বাড়তি নজর রাখা হয়েছিল । সবার চেষ্টাতেই এই সাফল্য।

Advertisement
ADVERTISEMENT

চিকিত্সকদের আশঙ্কা করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে আরও বেশি সংক্রমিত হতে পারে শিশুরা। এই পরিস্থিতিতে করোনা সংক্রমিত বেশ কয়েকজন খুদেকে সুস্থ করে বাড়ি ফেরাতে পেরে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিক্যালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ড (Panchanan Kundu) বলেন “করোনা সংক্রমিত বেশ কয়েকটি শিশুকে সুস্থ করে পরিবারের হাতে তুলে দিতে পারে আমাদের খুব ভালো লেগেছে ।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid free

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.