Accident news
আরও পড়ুন ঃ–‘এভাবে চলে যাবে ভাবিনি’! বিবেকানন্দের মৃত্যুতে শোকস্তব্ধ জামবনি
পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) ফের বালি গাড়ির দুর্ঘটনা। বালি বোঝাই ট্রাক্টর রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মারুতির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা। দুমড়ে যাওয়া মারুতি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে ৬ জনকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) কোতোয়ালি থানার অন্তর্গত এলাহিগঞ্জ এলাকায়। শুক্রবার বেলা আড়াইটা নাগাদ এই দুর্ঘটনায় তীব্র যানজট পরিস্থিতি তৈরি হয় মেদিনীপুর কেশপুর (Keshpur)রাজ্য সড়কে।
এক প্রত্যক্ষদর্শী আনসার আলী বলেন, কেশপুরের দিক থেকে একটি মারুতি গাড়িতে করে ৬ জন যুবক খড়গপুর স্টেশনের (Kharagpur Station) দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে বালি বোঝাই একটি ট্রাক্টর প্রচন্ড গতিতে এলে এলাহিগঞ্জ এলাকাতে কোন কারণে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জোরালো ধাক্কায় অনেকটা দূরে ছিটকে পড়ে যাত্রী ভর্তি মারুতি। ধাক্কা মারার পরে ট্রাক্টর ফেরার হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে মারুতি গাড়ি থেকে ৬ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (Medinipur Medical College And Hospital) চিকিৎসার জন্য পাঠায়। আহতরা সকলেই কেশপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন স্থানীয়রা। ঘটনার পর ওই রাজ্য সড়কে তীব্র যানজট পরিস্থিতি তৈরি হয়। কোতয়ালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এক প্রত্যক্ষদর্শী আনসার আলী বলেন, কেশপুরের দিক থেকে একটি মারুতি গাড়িতে করে ৬ জন যুবক খড়গপুর স্টেশনের (Kharagpur Station) দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে বালি বোঝাই একটি ট্রাক্টর প্রচন্ড গতিতে এলে এলাহিগঞ্জ এলাকাতে কোন কারণে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জোরালো ধাক্কায় অনেকটা দূরে ছিটকে পড়ে যাত্রী ভর্তি মারুতি। ধাক্কা মারার পরে ট্রাক্টর ফেরার হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে মারুতি গাড়ি থেকে ৬ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (Medinipur Medical College And Hospital) চিকিৎসার জন্য পাঠায়। আহতরা সকলেই কেশপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন স্থানীয়রা। ঘটনার পর ওই রাজ্য সড়কে তীব্র যানজট পরিস্থিতি তৈরি হয়। কোতয়ালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Accident news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore