অরিজিত দাস : করোনা আবহে (Corona Situation) এবারও রথযাত্রা উৎসব (Rathyatra Utsav-2021) বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে চলেছে মেদিনীপুরের জগন্নাথ সংস্কার কমিটি (medinipur Jagannath SAnskar Committee)। গত বছরের ন্যায় আবারও রথে চেপে মাসির বাড়িতে যেতে পারবেন না জগন্নাথ (Rath)। তাঁর সঙ্গে জগন্নাথ মন্দিরেই কাটাতে হবে বলরাম এবং সুভদ্রাকেও। তবে মন্দিরেই সীমিত সংখ্যক লোক নিয়ে আচার-অনুষ্ঠান হবে।
আগামী (২৪ জুন,২০২১) বৃহস্পতিবার স্নানযাত্রা। ১২ জুলাই রথ। মেদিনীপুর (medinipur) জগন্নাথ মন্দির সংস্কার কমিটি পক্ষে পল্টু সেন বলেন, “গত বছরের ন্যায় এবারও মেদিনীপুরে রথযাত্রা উৎসব হবে না। মেলাও বসবে না ।” কোভিড বিধি (Covid-Rules) নিষেধ মাথায় রেখে যতটুকু আচার অনুষ্ঠান করতে হয়, ততটুকুই করা হবে।” স্নানযাত্রার দিনে মন্দিরের সামনে জগন্নাথ, বলরাম,সুভদ্রার বিগ্রহকে নিয়ে গিয়ে স্নান করানো হবে। যথাসময়ে জল আনা হবে কংসাবতী (kangsabati)নদী থেকে । স্নান যাত্রার দিনে কোভিড নির্দেশিকা মেনে ও প্রশাসনের নিয়মানুযায়ী সীমিত সংখ্যক লোক নিয়েই অনুষ্ঠান হবে।
আরও পড়ুন ঃ–যশে ক্ষতিপূরণের আবেদন সবচেয়ে বেশী নন্দীগ্রামে, পূর্ব মেদিনীপুরে মোট আবেদন ১লক্ষ ৪৩ হাজার
এবছরও মেদিনীপুর (Medinipur) শহরের জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি চলছে। করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে এ বছরও স্নানযাত্রার অনেকটাই কাটছাঁট করা হয়েছে। মেদিনীপুর জগন্নাথ মন্দির সংস্কার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এ বছর স্নানযাত্রার সময় অন্যান্য বারের মতো এ বছর মন্দিরের ভেতরে কোনো ভক্তবৃন্দকে ঢুকতে দেওয়া হবে না ।মূলত ভিড় এড়াতেই এই উদ্যোগ।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত বছরের মতো মেদিনীপুর(Medinipur) শহরে জগন্নাথ মন্দিরের সামনে অস্থায়ী ছাউনিকে ‘মাসি বাড়ি’ করে সন্ধ্যায় সেখানেই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার বিগ্রহ এনে রাখা হবে। তবে শহরবাসীর কথা মাথায় রেখে রথের অনুষ্ঠান অনলাইনে প্রদর্শনের ব্যবস্থা থাকবে। পুরসভার ফেসবুক পেজ ও স্থানীয় কেবল্ চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যাবে। উল্টোরথ পর্যন্ত রোজকার সন্ধ্যারতিও সরাসরি সম্প্রচার করা হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Rath
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore