Home » প্রতিকূলতাকে জয় করে শালবনীর করোনা হাসপাতাল স্বমহিমায়, সদ্যজাত সন্তান সহ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা

প্রতিকূলতাকে জয় করে শালবনীর করোনা হাসপাতাল স্বমহিমায়, সদ্যজাত সন্তান সহ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা

by Biplabi Sabyasachi
2 comments

covid-19, coronavirus, latest bengali news, biplabi sabyasachi news, medinipur news, salboni corona news, medinipur corona news

পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার লেভেল ৪ কোভিড হাসপাতাল থেকে সদ্যজাত সন্তান সহ বাড়ি ফিরলেন এক প্রসূতি। হাসপাতাল কতৃপক্ষের সূত্রের খবর গত ১৪ আগস্ট বেলদার এক প্রসূতি (২৩) করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন শালবনী লেভেল ৪ কোভিড হাসপাতালে। হাসপাতাল কতৃপক্ষের স্বাস্থ্য থেকে শুরু করে চিকিৎসা কর্মীরা এই বিষয় নিয়ে চিন্তিত থাকলেও তাঁরা প্রতিনিয়ত এই আসন্ন প্রসবার প্রতি খেয়াল রেখেছেন। শুধু তাই নয় যাতে তাঁর কোনোরকম অসুবিধে না হয় তাই দিবারাত্র পরিষেবাও দেওয়া হয় হাসপাতাল কতৃপক্ষের তরফে। স্বাস্থ্য ও চিকিৎসা কর্মীর প্রচেষ্টায় শেষমেশ কোনোরকম অস্ত্রপ্রচার ছাড়াই করোনা চিকিৎসা চলাকালীন কোভিড হাসপাতালেই কন্যাসন্তান জন্ম দিলেন তিনি। medinipur corona news

সদ্যজাত সন্তান সহ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা, নিজস্ব চিত্র

জানা যায় সন্তান জন্ম দেওয়ার পরেই গত বৃহস্পতিবার সদ্যজাত সন্তান সহ মায়ের লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠালে গত শনিবার রাতেই রিপোর্ট পজিটিভ আসে।সম্পূর্ণ সুস্থ অবস্থায় সদ্যজাত সন্তানকে নিয়ে রবিবার (২৩ আগস্ট) বাড়ি ফিরলেন মা। খুশি হাসপাতাল কতৃপক্ষ , স্বাস্থ্য কর্মী, চিকিৎসা কর্মী থেকে শুরু করে এই পরিষেবার সাথে যুক্ত সকলেই। করোনা লড়াইয়ের প্রথম থেকেই অবিরতভাবে পরিষেবা দিয়ে এসেছে শালবনীর কোভিড হাসপাতাল। প্রায় শতাধিক ব্যারাকপুর থেকে আসা রাজ্য পুলিশর সশস্ত্র বাহিনীর পুলিশকর্মীকে একসঙ্গে সুস্থ করার পাশাপাশি করোনা আক্রান্ত মানুষদের মন জয় করেছে এই করোনা হাসপাতাল। সম্প্রতি গত ২১ আগস্ট এক রোগীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের গাফিলতির দিকে আঙুল তুললেও ক্ষণিকের সেই ঝড়কে কাটিয়েই পুণরায় তার সাফল্যের ধারা অব্যাহত রাখল শালবনীর কোভিড হাসপাতাল।শালবনীর হাসপাতাল কতৃপক্ষের তরফে বি.এম.ও.এইচ তথা ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অভিষেক মিদ্যা বলেন, ‘ স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে চিকিৎসা কর্মীর যৌথ প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। ‘

You may also like

2 comments

Comments are closed.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.