Mobile thief
আরও পড়ুন ঃ–প্রেমিকার বাড়িতে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতীর চেষ্টা BSF জওয়ানের, মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য
পত্রিকা প্রতিনিধি: মোবাইল চোরদের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে। শুধু তাই নয়, রাস্তা-ঘাটে অসাবধানতাবশত সোনার হার কিংবা মূল্যবান সামগ্রী চুরির মতো ঘটনাও আকছার ঘটছে শহরের আনাচে-কানাচে । তবে এছাড়াও বর্তমানে শহরবাসীর আরও এক মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে একের পর এক মোবাইল চুরির ঘটনা। ফের মোবাইল ছিনতাই (Mobile phone Snatching) এর ঘটনা ঘটল মেদিনীপুর শহরে (Medinipur Town) । তবে এবার পালিয়ে যাওয়ার আগেই হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। ঘটনাটি রবিবার দুপুরে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর (Rabindranagar) এলাকাতে।
আরও পড়ুন ঃ–উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীরা আশানুরুপ নম্বর না পাওয়ায় মেদিনীপুর শহরের দুই স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
জানা গিয়েছে, মারুতিতে করে রোগী নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন এক পরিবার। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর এলাকায় রাস্তার উপর মারুতি দাঁড় করিয়ে পাশে দোকানে গিয়েছিলেন পরিবারের লোকজন। ওই সময় মারুতিতে বসে থাকা এক মহিলার হাত থেকে মোবাইল ছাড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এক যুবক। মহিলার চেঁচামেচিতে রাস্তায় থাকা লোকজন ছুটে গিয়ে ওই ছিনতাইবাজকে ধরে ফেলেন। চড় থাপ্পড় দিয়ে কোতোয়ালি থানার পুলিশের (Kotwali Police) হাতে তুলে দেয় তাকে। দিনের পর দিন শহরের বুকে ঘটে চলা মোটরবাইক, সাইকেল, মোবাইল চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে শহরবাসীর। শহরের বুকে নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mobile thief
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore