lockdown, medinipur news, kharagpur news, kotwali medinipur, kotwali police, latest bengali news, biplabi sabyasachi news,
পত্রিকা প্রতিনিধি: লকডাউনের সরকারি নির্দেশ উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে ছিলেন কেউ কেউ । বারংবার এমনই ঘটনা ঘটছে শহরে । বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় লকডাউন ভঙ্গ কারীদের কান ধরে উঠবস করিয়ে সবক শেখালো পুলিশ । আগস্ট মাসের সম্পূর্ণ লকডাউন এর আগে ৪ বার হয়েছে ,বৃহস্পতিবার ছিল পঞ্চম সম্পূর্ণ লকডাউন । লকডাউন কার্যকর করতে এদিন সকাল থেকেই তৎপর ছিল পুলিশ । শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিলো । এছাড়াও শহরের রাজপথ এমনকি গলিপথে ও পুলিশি টহলদারি ছিল চোখে পড়ার মতো । lockdown, lockdown
অন্যান্য লকডাউনের দিনগুলির মতই বৃহস্পতিবারের লকডাউনও প্রায় পুরোপুরি সফল হয় । শহরের সমস্ত রাস্তাঘাট গুলি ছিল শুনশান ।খুব প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে বের হতে দেখা যায়নি । যারা রাস্তায় বের হচ্ছিলেন তাদেরকে পুলিশ ধরে জিজ্ঞাসাবাদ করেন এমনকি প্রয়োজনীয় কাগজপত্রও দেখেন । শহরের বটতলা চক, কেরানিতলার চক প্রভৃতি এলাকায় কিছু যুবককে অপ্রয়োজনীয় ভাবে যাতায়াত করতে দেখা পুলিশ ।
কেন কোথায় যাওয়া হচ্ছে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তারা । সেই সব যুবকদের রাস্তার মাঝেই কান ধরে উঠবস করিয়ে তাদের ভুল শোধরানোর চেষ্টা করেছে পুলিশ । কান ধরে উঠবস করানোর ঘটনা সংবাদমাধ্যম এবং সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই কিছুক্ষণ পর শহর আরো শুনশান হয়ে যায় ।
অপরদিকে সকাল থেকেই লকডাউন সফল করতে অভিযানে নামে খড়গপুর টাউন থানার পুলিশ ।সকাল থেকে পুলিশি তৎপরতা চোখে পড়ে শহরজুড়ে । শহরের বিভিন্ন প্রান্ত যেমন গেট বাজার, মালঞ্চা ,নিমপুরা, খরিদা, বাস স্ট্যান্ড ,ইন্দা, বিদ্যাসাগরপুর থেকে লকডাউন অমান্যকারীদের আটক করেছে পুলিশ। লকডাউন না মেনেই দোকান খুলে বসে ছিলেন বেশ কয়েকজন সেই সব দোকানদারদের আটক করল খড়্গপুর টাউন থানার পুলিশ ।
এখন অব্দি গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৪০। অভিযানে ছিলেন খোদ খড়গপুর পুর টাউন থানার আইসি রাজা মুখার্জি । দশটা বাজতে না বাজতেই শহরে আনাচে-কানাচে শুনশান এমন ছবিটাই ধরা পড়ল আমাদের ক্যামেরায় ।শেষে মালঞ্চ থেকে ইন্দা পর্যন্ত ও শহরের ঢোকার মুখে চলছে নাকা তল্লাশি । একাধিক বাইক সহ ৪০ জনকে আটক করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ । এদিক খড়গপুর শহরে লকডাউন সফল করতে রাস্তায় নামানো হলো সিভিক ভলেন্টিয়ার পুলিশদেরকেও ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi