Home » করোনা আবহেই গণেশ বন্দনায় মাতলেন মেদিনীপুর শহরবাসী-medinipur ganesh puja

করোনা আবহেই গণেশ বন্দনায় মাতলেন মেদিনীপুর শহরবাসী-medinipur ganesh puja

by Biplabi Sabyasachi
0 comments

medinipur ganesh puja, medinipur bengali news, medinipur town, midnapore, latest bengali news, paschim medinipur news, sohor medinipur

পত্রিকা প্রতিনিধি: আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। যা বিনয়াক চতুর্থী বা গণেশ পুজো নামেও পরিচিত। বিশেষত পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশে এই উৎসব হয় খুবই ধুমধাম করে৷ শিব ও পার্বতী পুত্র গণেশ বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বিপত্তি থেকে মুক্তি পেতে ভক্তরা এই পুজো করেন। এই তাঁর আর এক নাম হল বিগ্নহর্তা গণেশ। মঙ্গলজনক কাজের শুরু হয় গণেশেরই হাত দিয়ে। অনেকেই জানেন না, গণেশের দাঁত, শুঁড়, ভুঁড়ি, ছোট ছোট চোখ, মোদক, ইঁদুর ৷ প্রতিটি বিষয়েরই কিন্তু আলাদা আলাদা তাৎপর্য রয়েছে ৷  medinipur ganesh puja

গণেশ পুজোয় মাতলেন শহরবাসী, ছবি- ইন্দ্রনীল রায়

দাঁত: মানুষের পছন্দের চিহ্ন হল দু’টো দাঁত ৷ গণেশের ভাঙা দাঁতটি মানুষকে সমস্ত রকম খারাপ চিন্তা, ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করে জেতার শক্তি দেয় ৷ বড় মাথা: বড় মাপের ভাবনা, বড় চিন্তাকে চিহ্নিত করে গণেশের বড় মাথা ৷ হাতির মাথা হল প্রাণি জগতের মধ্যে সবচেয়ে বড় এবং অত্যন্ত বুদ্ধিমান ৷ ছোট চোখ: ছোট চোখ মনঃসংযোগের প্রতীক ৷ শুঁড়: সবকিছু সহজে মেনে নিতে, গ্রহণ করতে শেখায় গণেশের শুঁড় ৷ বড় কান: ভাল করে শোনা আর অপ্রয়োজনীয় কথাকে বাতিল করে দেওয়ার চিহ্ন হল এই বড় কান ৷ মোটা ভুঁড়ি: জীবনকে উপভোগ করো, এই কথাকেই চিহ্নিত করে মোটা ভুঁড়ি ৷  বসার ভঙ্গি: গণেশের বসার ভঙ্গিও কিন্তু তাৎপর্যপূর্ণ ৷ এর অর্থ হল ওড়ার ইচ্ছে হোক আকাশ ছোঁয়া, কিন্তু পা থাকুক মাটিতে ৷ medinipur ganesh puja

মেদিনীপুর জেলা পরিষদের সুপার মার্কেট কমপ্লেক্সে ব্যবসায়ীদের উদ্যোগে গণেশ পুজো, চিত্র- নিতাই রক্ষিত

অপরদিকে করোনা আতঙ্ক কে সাথে নিয়েই গনেশ বন্দনায় মাতলেন শহরবাসী করোনা আতঙ্ক পিছু ছাড়ছে না । রোজ রোজ বহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । এর মধ্যেই শনিবার জাঁকজমক করে গণেশ বন্দনায় মাতলেন শহরবাসী । শহরের বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা সমবেতভাবে গণেশ পুজোর আয়োজন করেছিলেন । তবে অধিকাংশ জায়গাতেই গনেশ পুজোর আরম্ভর ছিল অন্যান্যবারের থেকে একটু কম । শহরের কালেক্ট্রি মোড়,জেলা পরিষদ রোড ,স্টেশন রোড ,কর্নেল গোলা প্রভৃতি এলাকায় স্থানীয় ব্যবসায়ীরা সমবেতভাবে গনেশ পুজোর আয়োজন করেন । শুধু ব্যবসায়ীরাই নয় অনেক গৃহস্থের বাড়িতেও গণেশ পুজোর আয়োজন হয়েছিল । পূজোর আগেরদিন শুক্রবার লকডাউন থাকায় দোকানপাট সব বন্ধ ছিল । তাই শনিবার সকালে বিভিন্ন বাজারে গণেশ মূর্তি কিংবা পুজোর কেনাকাটা করতে ভিড় লক্ষ্য করা গিয়েছে । সকল পুজো উদ্যোক্তারাই জানালেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন হয়েছে ।

আরও পড়ুন- বেলদায় ভেঙে দেওয়া হল বিজেপির পার্টি অফিস

জেলা পরিষদ সুপার মার্কেট কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির পক্ষে ইন্দ্রনীল রায় বলেন ” আমাদের এই গণেশপূজা এর শুরু ২০০৮ সাল থেকে, প্রত্যেক বছরই বেশ ধুমধাম করে এখানের সমস্ত দোকানদাররা মিলিত ভাবে পুজোটি করে থাকি। তবে এই বছর ভয়াভয় মারণরোগ করোনার কারণে ব্যবসাপাতি এর অবস্থা সকলেরই খুব খারাপ।হয়তো এই বছর পুজো করতেই পারতাম না আমরা। শেষে গত ৩ দিন এর মাথায় বিশেষ করে কমপ্লেক্স এর পিঙ্কু দা, রাজু দা, অনন্ত দা, কমল দা, চললাম মৃৎশিল্পীর বাড়ী, গণপতি বাপ্পার কৃপায় শেষমেশ যতটুকু পেরেছি এবারের আয়োজন করেছি, এবার আমরাও রাস্তার মানুষকে ভোগ খাওয়াতে পারিনি, এই একটা দুঃখ রয়ে গেলো। ঠাকুর সবার মঙ্গল করুক, আসছে বছর নিশ্চই ভোগ বিতরণ করতে সক্ষম হবো আমরা”।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.