Home » করোনা আবহাওয়ায় মেদিনীপুরে ৯ টার পর বন্ধ দোকানপাঠ, নির্দেশ প্রশাসনের

করোনা আবহাওয়ায় মেদিনীপুরে ৯ টার পর বন্ধ দোকানপাঠ, নির্দেশ প্রশাসনের

by Biplabi Sabyasachi
0 comments

Covid weather

আরও পড়ুন ঃশালবনীতে শিকার উৎসব আটকাল বনবিভাগ

পত্রিকা প্রতিনিধিঃ কোথাও তাসের ও চায়ের আড্ডা। কোথাও আবার ওষুধ আর কাপড়ের দোকান গুলিতে একেবারে ঠাসাঠাসি হয়ে কেনাকাটা। সেই সঙ্গে কোথায়ও কোথাও রামনবমীর প্রস্তুতিতে উপচে পড়া ভিড়। কোথাও আবার বাসন্তী পুজোর আরতির সময় প্রায় একই ছবি। না আছে নিরাপদ দূরত্ব। না আছে মুখে মাস্ক।

পুলিশের টহলদারি

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ভয়ংকর হারে বাড়ছে দৈনিক সংক্রমণ। ক্রমশই জটিল আকার নিচ্ছে করোনা চিত্র। তাই করোনার সংক্রমণ রুখতে সমস্ত আগামীকাল থেকেই মেদিনীপুর শহরের সমস্ত দোকানপাট রাত্রি ৯ টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ প্রশাসন। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর কোতোয়ালী থানার আইসি পার্থসারথি পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শহরের রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার ফুটপাতে থাকা প্রতিটি ছোট-বড় দোকানের কর্তৃপক্ষকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেন। তিনি বলেন , আগামীকাল থেকে শহরের সব দোকানপাটই কি রাত্রি ৯ টার মধ্যে বন্ধ করতে হবে।তাছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

অপরদিকে আজ সারাদিনই শহরের বিভিন্ন এলাকায় “মাস্ক চেকিং” অভিযানে বেরোয় পুলিশ। সন্ধ্যা নাগাদ কোতোয়ালী থানার আইস’র নেতৃত্বে অভিযান চালানো হয়। বেশ কয়েকজন যুবককে বিনা মাস্কে বাইরে বেরোনোয় আটক করে পুলিশ! পরে অবশ্য মাস্ক কিনে পরতে বলা হয় তাদের এবং চরম সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে এর আগে ব্যবসায়ীদেরও পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয় মাস্ক ছাড়া কোনো মানুষকে কোনো সামগ্রী না দেওয়ার কথা জানিয়েছেন তারা। তবে করোনা সংক্রমণ রুখতে রাত ৯টার পর সমস্ত দোকান বন্ধের পরিকল্পনা কার্যাকর করতে চায় প্রশাসন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid weather

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.