Dilip Ghosh news
আরও পড়ুন ঃ-খড়্গপুরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন দিলীপ
পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচন পরবর্তী সময়ে যে ধরনের হিংসা শুরু হয়েছে গোটা রাজ্যে, তা এখনও থামেনি সব জায়গায়। বহু মানুষ ঘর ছাড়া আছে। বিজেপি কর্মী, সমর্থক, নেতাদের ঘরবাড়ি ভাংচুর ও লুট করা হয়েছে। পাশাপাশি তাদের ধরে নিয়ে এসে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা জুড়ে ১ হাজারেরও বেশি বিজেপি কার্যকর্তা, কর্মী সমর্থক ঘরছাড়া। পাশাপাশি মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। এখনও চলছে এসব। আর সেই কারণেই বিজেপির প্রদেশ নেতৃত্বরা প্রতিটি জেলায় গিয়ে ক্ষয়ক্ষতির হিসেব নিচ্ছেন।
কর্মীদের সঙ্গে কথাও বলছেন তাঁরা। সেই আর মতো ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় কার্যালয়ে মঙ্গলবার জেলা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এই সাংগাঠনিক বৈঠক বলে জানান বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আপরদিকে কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতি প্রসঙ্গে দিলীপ বাবু জানান, এই ঘটনা হবে তা জানতাম। কোর্টের নির্দেশও মানা হয়নি। গায়ের জোরে, প্রশাসনের জোরে ওখানের সমিতিকে জেতানো হয়েছে। এটা নতুন কিছু নয়, আমরা আশা করেছিলাম এটাই হবে। তাই হচ্ছে। সাধারণ মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে, তাদের সাথে এটা প্রতারনা করা হচ্ছে। গণতন্ত্রের চেয়ে বড় অপমান আর কিছু হতে পারেনা। তবে দিলীপ বাবু এদিন দলীয় নেতৃত্বদের নির্দেশ দিয়ে যান যে যেসব কর্মীরা ঘরছাড়া, সেইসব এলাকায় গিয়ে তাদের বাড়ি ফেরাবে। তাছাড়া যেসব কর্মীদের বাড়িঘর ভেঙেছে, সেগুলি মেরামতের ব্যবস্থা এবং স্থানীয় ভাবেও প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলার কথা জানান তিনি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dilip Ghosh news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore