Home » মেদিনীপুরের ৫ জন সহ খড়্গপুরে করোনায় আক্রান্ত ২৭,ডেবরায় একদিনেই আক্রান্ত ৩৩, জেলায় ১৪৩

মেদিনীপুরের ৫ জন সহ খড়্গপুরে করোনায় আক্রান্ত ২৭,ডেবরায় একদিনেই আক্রান্ত ৩৩, জেলায় ১৪৩

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের ৮ অক্টোবরের রিপোর্ট অনুযায়ী (আর.টি.পি.সি.আর.-৯৮জন, অ্যন্টিজেন-৩৮ জন ও ট্রুনেট- ৭জন) রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৩ জন।মেদিনীপুর শহরের ইদগা মহল্লা ( যুবক -২২), মির্জাবাজার (যুবক-২৫), নান্নুর চকে একই পরিবারের ২ জন (শিশু কন্যা -৪, যুবক-২৬) ও কুইকোটার ১জন সহ মোট ৫ জনের কোভিড রিপোর্ট আর.টি.পি.সি.আর পরীক্ষায় পজিটিভ আসে বলে জানা যায়।
রেলশহর খড়্গপুর ও সাহর তলিতে মোট ২২ জন করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা যায় জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্টে। যার মধ্যে রেলের ১জন রয়েছে বলে জানা যায়। তিনি ৭ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। ইসলামপুর সংলগ্ন মিলনপল্লী ,তালবাগিচার ৩জন (একই পরিবারের ২ জন ), টাটা বিয়ারিংয়ের আবাসন, নিউ সেটেলমেন্ট ,খড়্গপুর লোকালের হিজলী কো অপারেটিভ ,সি.আর.নগর, ২৪ নম্বর ওয়ার্ডের সঞ্জল, ইন্দার সারদাপল্লী, সাউথ ইন্দা ৩৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী, কৌশল্যা সহ খড়্গপুর আই আই টি ক্যাম্পাসেও ১ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। Corona, Corona, Corona, coronavirus in medinipur

আরও পড়ুন – মোহনপুরে বাস থেকে উদ্ধার ৭০ কেজি গাঁজা,আটক পাচারকারী

ফাইল চিত্র


জেলার ১৪৩ জন করোনা পজিটিভ কেসের মধ্যে শুধুমাত্র ডেবরাতেই ৩৩ জন করোনা আক্রান্তের হদিশ মেলে। রাধামোহনপুর (একই পরিবারের ৩ জন), রুইয়াগেড়িয়া ,বালিচক,বাঁশদা, তুরিয়া (একই পরিবারের ২জন), ভবানিপুর (একই পরিবারের ২ জন), আলিশগড় (একই পরিবারের ২ জন) ,ট্যাবাগেড়িয়া, ফাতেবাড়, নরহরিপুর,জামালচক,ত্রিলোচনপুর, গোবিন্দপুর, ডেবরা পাওয়ার হাউস, বিশ্রীগেড়িয়া, মাড়তলা, নানকা, আমদা পানিগেড়িয়া সহ বিভিন্ন এলাকায় কোভিড আক্রান্তের হদিশ মেলে।চন্দ্রকোণায় ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁরা ইলামবাজার (একই পরিবারের ৪ জন), মিত্রসেনপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়। দাসপুরের বেলিয়াঘাটা, রাজনগর, সোয়লা , নারায়নচক, পলাশপাই ও পাঁচবেড়িয়ায় মোট ১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।ঘাটালের এক ব্যাঙ্কের ২ কর্মী, নিশ্চিন্তপুর, চাউলি, দীর্ঘগ্রাম, পাথরা, জয়কুন্ডু, জামিরা সহ রথিপুর এলাকায় মোট ১০ জন করোনায় সংক্রমিত হন। এছাড়াও ক্ষীরপাই, দাঁতনের ৩জন ,গড়বেতার ২ জন সহ আনন্দপুরের ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.