মেদিনীপুরের মোহনপুর ব্রীজে বিকল লরি , চরম ভোগান্তি যাত্রীদের
আরও পড়ুন ঃ-বিদ্যুৎ দপ্তরের কর্মীর ভুয়ো পরিচয়ে সার্ভে করতে এসে ঝাড়গ্রামে আটক ১ মহিলা সহ ৩ যুবক
আরও পড়ুন ঃ-দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ছে করোনায় সুস্থতার হার, দুই মেদিনীপুরে একদিনে আক্রান্ত ১৭৫০ , সুস্থ ১৫২৪
পত্রিকা প্রতিনিধিঃ গত কয়েক বছর ধরে কোনও সংস্কার হয়নি। আর তার জেরে খানাখন্দে ভর্তি হয়ে ভয়াবহ আকার নিয়েছে কংসাবতী নদীর উপরে মোহনপুর ব্রিজের অবস্থা। যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। অথচ বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও সে দিকে প্রশাসনের নজর নেই বলেই অভিযোগ। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের খড়গপুর -মেদিনীপুরের সংযোগকারী মোহনপুর ব্রীজের মাঝখানেে যান্ত্রিকত্রুটির কারনে আচমকাই বিকল হয়ে পড়ে পণ্যবাহী লরি। আর এই ঘটনার জেরে খড়গপুর ও মেদিনীপুর যাত্রী সহ অ্যাম্বুল্যান্সও ভোগান্তির সম্মুখীন হয়। তবে কয়েকঘন্টা পর পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে ও যানচলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ দিন থেকেই সেতুটির বেহাল দশা। এই বর্ষায় তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে । আর এই পরিস্থিতিতে ব্রীজের উপর দিয়ে প্রতিনিয়ত পারাপার করতে দেখা যায় ছোট ছোট গাড়ি থেকে মাল বোঝাই ট্রাক্টরকেও। তবে প্রায় দিনই সেতুর উপরে গাড়ি বিকল হয়ে পড়ে থাকে । আর সেই পরিস্থিতিতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ ও যানবাহন ও অ্যাম্বুল্যান্স চালকদের।
এবিষয়ে এক নিত্যযাত্রী বলেন, ‘‘আমাদের দুর্গতির শেষ নেই। রাস্তা খারাপ, রাস্তার বেহাল দশা, তা-ও মানা যায়। কিন্তু এত বড় একটা ব্রীজের এমন বেহাল দশা কিছুতেই মানা যায় না। ওই ব্রীজের উপর প্রতি দিন শয়ে শয়ে যাত্রীবোঝাই বাস থেকে গাড়ি পারাপার করে। যদি কোনও দুর্ঘটনা ঘটে যায়, তা হলে কে দায় নেবে।’’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mohanpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore