ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কলকারখানা খোলা, সরকারি চাকরিতে নিয়োগ সহ বেকারদের কাজের দাবিতে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ যাত্রা’ শুরু হয়েছে কোচবিহার থেকে। মঙ্গলবার সেই ‘ইনসাফ যাত্রা’ পৌঁছায় পশ্চিম মেদিনীপুরে। ঝাড়গ্রাম থেকে সন্ধ্যা নাগাদ ধেড়ুয়া দিয়ে মেদিনীপুর শহরে পৌঁছালে শহরের পঞ্চুরচকে সভার আয়োজন করে। আগামী ৭ জানুয়ারি পৌঁছবেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এদিন মেদিনীপুরে ‘ইনসাফ সভায়’ হাজির ছিলেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়। তিনি তার বক্তব্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমালোচনায় মুখর হয়েছেন। প্রায় ১৭ মিনিটের বক্তব্যে আধা হিন্দি-বাংলায় রাজ্যকে একাধিক বিষয়ে কাঠগড়ায় তুলে ধরেছেন। চোরে-চোরে মাসতুতো ভাই বলে শুভেন্দু অধিকারী ও ববি হাকিমকে তুলোধোনা করেছেন মিনাক্ষী। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী যদি নারদা কেলেঙ্কারিতে জেলে যান, তবে ববি জেলে যাবেন।
Midnapore
শুভেন্দুও জেলে যাবে না আর ববিও যাবে না। কারণ এরা চোরে চোরে মাসতুতো ভাই।” পাশাপাশি সরকারি চাকরির নিয়োগ দুর্নীতি সহ রেশনের চাল কেলেঙ্কারিতে জড়িত তৃণমূল নেতাদের আক্রমণ করলেন মিনাক্ষী। এদিনের সভায় দুর্নীতি নিয়েই সব থেকে বেশি সরব হয়েছেন ডিওয়াইএফআই নেত্রী। তিনি বলেন, “তৃণমূলের নেতা ও এমএলএ-রা চোর। ওরা চুরি ছাড়া কাজ বোঝে না। সে এমএলএ হোক বা পাড়ার নেতা।
আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠে বিকল্প রাস্তা
আরও পড়ুন : যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বাড়িতে ঢুকতে দিল না শ্বশুর বাড়ির লোকজন
শালবনীতে আমরা বড় শিল্প করতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম কারখানাগুলোর চিমনি থেকে যেন ধোঁয়া বেরোয়। যাতে এই পশ্চিম মেদিনীপুরের ছাত্র-যুবরা এ জেলায় কাজ পায়। আর কেন্দ্রের মোদি সরকার চায় পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েরা যাতে বাইরের রাজ্যে কাজ করতে যায়। এখানে কাজ যেন না পাই। শিক্ষিতরা আজ রাজপথে। শিক্ষকদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে কলেজ থেকে। কোথাও কাজ নেই। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এর ইনসাফ চাইতে দুমাস ধরে পথে হাঁটব।”
আরও পড়ুন : সরকারি ভাবে সবুজ বাজির স্টল মেদিনীপুরে
আরও পড়ুন : মেদিনীপুরে মেডিক্যাল হাসপাতালের গেটের মুখে দোকান উচ্ছেদ পুরসভার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper