ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “মমতা ব্যানার্জীর উত্তরসূরী পতিতাদের অ্যাকাউন্ট ভাড়া নিয়েছে টাকা পাচার করার জন্য।” এমনই মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। তার ‘পতিতা’ শব্দ ব্যবহার নিয়ে সিপিএমের অন্দরেই শুরু হয়েছে বিতর্ক। সোমবার মেদিনীপুর শহরে দলীয় কর্মসূচীতে যোগ দেন মহম্মদ সেলিম। পরে সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জীকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ান।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তিনি বলেন, “অভিষেক ব্যানার্জী মাফিয়া ডন। মেক্সিকো, ইতালি, বিভিন্ন আফ্রিকান দেশে যেখানে খনিজ সম্পদ লুট হয়, যেখানে ড্রাগ, হেরোইন, গাঁজা, বন্দুক, গুলি পাচার হয়, সেরকম এখানে শিক্ষকের চাকরি নিয়োগে যারা যোগ্য প্রার্থী তাদের না দিয়ে তাদের টাকা পয়সা লুট করে বিদেশি বান্ধবীদের যারা বারবনিতা তাদের অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছে। কোন কোন পতিতাদের যেমন দেহ ভাড়া নেয়, আর আমাদের রাজ্যের মাফিয়া মমতা ব্যানার্জীর উত্তরসূরী সে এ রাজ্যের গরীব মানুষের লুট করা টাকা নিয়ে ওই পতিতাদের অ্যাকাউন্ট ভাড়া নিয়েছে টাকা পাচার করার জন্য।”
Midnapore
আরও পড়ুন : স্নান করতে নেমে ক্ষীরপাই কেঠিয়া নদীতে তলিয়ে নিখোঁজ ঘাটালের স্কুল পড়ুয়া
আরও পড়ুন : বিজেপির ঘাটাল-মেদিনীপুর-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তিন সভাপতিকেই পূনর্বহাল রাখলো রাজ্য বিজেপি
সেলিমের ‘পতিতা’ শব্দ ব্যবহার নিয়ে অস্বস্তিতে সিপিএমের মহিলা সংগঠন। এক মহিলা নেত্রী বলেন, “আমরা পতিতা শব্দ ব্যবহার করি না। যৌনকর্মী বলি। উনি কিভাবে বললেন জানি না।” তাঁর সংযোজন, “পুরুষতান্ত্রিক সমাজে এই পেশার সঙ্গে জড়িতেরা শোষিত এবং বঞ্চিত।” পাশাপাশি তৃণমূল-বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন মহম্মদ সেলিম। তিনি বলেন, “বিজেপি-তৃণমূলের মধ্যে কোন পার্থক্য নেই।বাইরে বিরোধিতা করলেও সংসদ এবং বিধানসভার ভেতরে এমন অনেক বিধায়ক সাংসদকে পাওয়া যাবে যারা তৃণমূল না বিজেপি বোঝা যাবে না।”
আরও পড়ুন : ঘাটালের ঝুমি নদীতে হড়কা বান আর পানার চাপে হুড়মুড়িয়ে ভেঙে গেল পর পর ৬ টি সেতু
আরও পড়ুন : অবৈধ কাঠ চেরাই মেশিন তুলে নিয়ে গেল বন দফতর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper