পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের রবিবারের রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর শহরে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৫ জন। ফলে, টানা কয়েকদিনের বেলাগাম সংক্রমণে আজ কিছুটা হলেও লাগাম পড়ল! অ্যান্টিজেন টেস্ট ও আরটিপিসিআর মিলিয়ে জেলায় মোট সংক্রমিত ৫৭ জন, মেদিনীপুর শহরে ৫ জন। এই ৫ জনের মধ্যে ৪ জনই আবার করোনা যোদ্ধা। দু’জন পুলিশ কর্মী এবং দু’জন স্বাস্থ্যকর্মী।
মেদিনীপুর পুলিশ লাইনে কর্মরত দুই পুলিশের (বয়স যথাক্রমে ৩১ ও ৩৫) অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট রবিবার পজিটিভ এসেছে। উপসর্গহীন দুই পুলিশকর্মী’কে বর্তমানে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া’য় নবনির্মিত নিরাপদ নিলয়ে (আয়ুশের দ্বিতীয় ক্যাম্পাস) পাঠানো হয়েছে বলে জানা যায়। অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের একজন জুনিয়র চিকিৎসক (২৫) আজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। তবে তিনি উপসর্গযুক্ত। সম্প্রতি, তিনি এবং কলেজের অপর একজন জুনিয়র চিকিৎসক কলকাতা গিয়েছিলেন, নিজেদের ব্যক্তিগত গাড়িতে করে। তা সত্বেও ফিরে আসার পরদিনই জ্বর ও গা-হাত-পা এ ব্যথা অনুভব করেন। গত ১৪ ই আগস্টের রিপোর্টে একজন চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে এবং ১৬ ই আগস্টের রিপোর্টে অপরজনের, অর্থাৎ এই জুনিয়র চিকিৎসকের। রবিবার সংক্রমিত অন্য স্বাস্থ্যকর্মী হলেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভাইরাল ল্যাবরেটরি (ভিআরডিএল) তে নিযুক্ত অস্থায়ী কর্মী (৩৯)। তিনি মির্জাবাজারের বাসিন্দা এবং উপসর্গহীন। তাঁকেও আয়ুশের সেফ হোমে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মেদিনীপুর শহরের, কোতোয়ালী থানার অধীন অপর একজন যুবক (৩০) আজ করোনা আক্রান্ত হয়েছেন, তিনিও উপসর্গহীন বলে জানা গেছে।