Home » Midnapore : প্রতিশ্রুতি মিলতেই মেদিনীপুরে আমরণ অনশন আন্দোলন উঠলো হকারদের

Midnapore : প্রতিশ্রুতি মিলতেই মেদিনীপুরে আমরণ অনশন আন্দোলন উঠলো হকারদের

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : স্থায়ী ভাবে স্টল করে দেওয়ার প্রতিশ্রুতি মিলতেই উঠল আমরণ অনশন। মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ রোডের পাশে থাকা ফুটপাতে হকারদের দোকানগুলি সরিয়ে তাদের পুনর্বাসন দিয়েছিল জেলা শিক্ষা ভবনের গলিতে। সেই গলিতে নাকি ব্যবসা হচ্ছে না। সারাদিনে বিক্রি যা হচ্ছে তাতে নিজেদের খাবার খরচও উঠছে না। এমনই অভিযোগ করে পুনরায় দোকানগুলি নিয়ে কলেজ ও কলেজিয়েট স্কুলের প্রাচীরের পাশে পুনরায় বসতে শুরু করে। প্রতিবাদে নামে কলেজ ও কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষ।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore
নিজস্ব চিত্র

পরে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে ওই দোকানদারদের শিক্ষা ভবনের গলিতেই যাওয়ার নির্দেশ দেয়। তারপরেই আমরণ অনশন আন্দোলন শুরু করে হকাররা। কলেজ রোডের উপর ত্রিপল টাঙিয়ে গত চার দিন ধরে এই কর্মসূচি চালিয়েছিলেন। অবশেষে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে তাদের জানানো হয় দুর্গাপূজার পরে স্থায়ী ভাবে স্টল করে দেওয়া হবে শিক্ষা ভবনের গলিতে। এমনই আশ্বাস পেয়ে অনশন আন্দোলন প্রত্যাহার করলেন তারা। এদিন আন্দোলনরতদের হাতে ওআরএস তুলে দেয় পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যান্যরা। বিশ্বনাথ পাণ্ডব বলেন, “রাস্তার উপর দিনের পর দিন এভাবে অনশন আন্দোলন খুব একটা ভালো বার্তা যাচ্ছে না।

আরও পড়ুন : মেদিনীপুরে থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দিল সরকারি হোমের এক নাবালক

আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ

Midnapore

আমরা সমস্ত কাউন্সিলররা বৈঠকে বসে ছিলাম। তাতে সিদ্ধান্ত হয়েছে হকার ভাইদের সঙ্গে বৈঠকে বসে তাদের দাবি শুনে সমাধানের পথ খুঁজে বের করার।” তবে পৌরসভার এই প্রতিশ্রুতিতে খুশি হকাররা। তারা জানিয়েছেন, আমরা চেয়েছিলাম আমাদের পাকাপোক্তভাবে একটি স্টল করে দিক। নয়তো পুরোনো জায়গায় বসার সুযোগ দিক। পৌরসভার পক্ষ থেকে পাকাপোক্তভাবে স্টল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পৌরপ্রধান সৌমেন খান বলেন, “সমস্ত কাউন্সিলর ও মহকুমা শাসক বৈঠকে বসে আমাদের সিদ্ধান্ত হয়েছে হকার ভাইদের জন্য স্টল করে দেওয়া হবে। সেখানে জল, আলো, রাস্তা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সমস্ত খাবার দোকান এক জায়গায় থাকবে।”

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.