বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : থানার অভ্যন্তরে গবেষক পড়ুয়াদের মারধরের ঘটনায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের করা আবেদন খারিজ করে দিয়েছে। ফলে সিঙ্গেল বেঞ্চের রায় অনুযায়ী তদন্ত চলবে ওই ঘটনায়। উল্লেখ্য, চলতি বছরের গত ৩ মার্চ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল ডিএসও, এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেটে মিছিল করে পৌঁছাতেই ডিএসও কর্মীদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। মহিলা কর্মীদের মেদিনীপুর কোতোয়ালী মহিলা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে শরীরে গরম মোম ফেলা, জাতপাত তুলে গালিগালাজ সহ অকথ্য অত্যাচার চালানোর অভিযোগ তোলেন ডিএসও-র মহিলা কর্মীরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেট থেকে শুরু করে রাতে থানা থেকে ছাড়া পর্যন্ত তাদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সুশ্রীতা সরেন নামে এক ডিএসও কর্মী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই ঘটনায় এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : হাতিদের সুরক্ষা, সংরক্ষণ বিষয়ে আলোচনা মহাবিদ্যালয়ে
পাশাপাশি থানা পুনর্গঠন এবং সিট গঠন করে তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তৎকালীন মহিলা থানার ওসি সাথী বারিক, এসআই লীনা মাহাতো, এএসআই মুনকি কিস্কুকে সরিয়েও দিয়েছিল। সাথী বারিক ও লীনা মাহাত-র নামে গত ১৯ মে এসসি-এসটি আইন সহ একাধিক ধারায় এফআইআর করা হয়েছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। বুধবার ডিভিশন বেঞ্চের বিচারপতিরা খারিজ করে দিয়েছে রাজ্য সরকারের আবেদন। সুশ্রীতা সরেনের আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী বলেন, “রাজ্য সরকার এই মামলা করতে চাইছিলেন না। দীর্ঘদিন ধরে পড়েছিল।

আরও পড়ুন : মন্ত্রীর পরিদর্শনের পরই নদীর পাড় বাঁধানো
আজ যখন মামলাটির শুনানি বিচারপতিদের কাছে যায়, তখনও তারা আসেননি। পরে এসেছেন। মামলার শুনানি শেষে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছেন ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা। সাধারণ মানুষের কাছে আশার খবর পুলিশের অত্যাচারের বিরুদ্ধে যে মামলা রুজু করিয়াছিলাম, সেই মামলাটি টিকে রইল।” ডিএসও নেত্রী সুশ্রীতা সরেন বলেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে দীর্ঘ টালবাহানা করেছিল এই শুনানি নিয়ে। অবশেষে মাননীয় বিচারপতিরা সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছেন এবং সেই নির্দেশ মতোই তদন্ত চলবে। এটাও আমাদের কাছে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে একপ্রকার জয়। আদালতের উপর আমাদের পূর্ণ ভরসা আছে। আমাদের উপর যে অকথ্য অত্যাচার, জাত তুলে গালিগালাজ, মারধর, গায়ে গরম মোম ফেলা হয়েছে, তার বিচার আমরা পাব। আমরা চাই, দোষী পুলিশ অফিসাররা যেন সকলে শাস্তি পায়।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Court verdict
Biplabi Sabyasachi Largest Bengali Newspape