বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রেকর্ড আয় সৃষ্টিশ্রী মেলায়। গত সপ্তাহের সোমবার থেকে মেদিনীপুর শহরে শুরু হয়েছিল সৃষ্টিশ্রী মেলা। কাশ্মীর, কেরালা সহ এই রাজ্যের কুড়িটি জেলার স্ব-সহায়ক দলের মহিলাদের তৈরি বিভিন্ন জিনিসপত্রের সম্ভার নিয়ে এই মেলা শুরু হয় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল মাঠে। চলেছে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/4. মেলার সমস্ত দোকানই মহিলা স্বসহায়ক দলের উৎপাদিত পণ্যের সামগ্রী দিয়েই সাজানো। মেলার প্রতিটি দিনেই ছিল জমজমাট সাংস্কৃতি অনুষ্ঠান। দশদিনে জমায়েত হয়েছিল প্রায় ২ কোটি মানুষ। সেই মেলা থেকে আয় ৫ কোটি টাকা। এমনটাই মঙ্গলবার জানালেন আধিকারিকরা। ২০০ টি স্টল ছিল বিভিন্ন ধরনের। যার বেশিরভাগটাই স্ব-সহায়ক দলের মহিলাদের হাতের তৈরি উৎপাদিত পণ্যের সামগ্রী। এই স্টলে এবার কাশ্মীর ও কেরালা থেকে আগত স্ব সহায়ক দলের সদস্যরাও সামিল হয়েছিলেন দোকান নিয়ে।
আরও পড়ুন : প্রসূতি মৃত্যুতে চিকিৎসকদের নামে এফআইআর থানায়, আন্দোলনে সংহতি চিকিৎসক ও নার্স সংগঠনের
আরও পড়ুন : Medinipur Hospital : ৬ ঘন্টার টানা জিজ্ঞাসাবাদ সিআইডির, মেদিনীপুর হাসপাতাল থেকে নিয়ে গেল একাধিক তথ্য
3/4. জানা গিয়েছে, ২০২৪ সালে মেদিনীপুরে আয়োজিত এই মেলাতে ২০০-র কিছু কম স্টল দেওয়া হয়েছিল, মেলা চলেছিল ৭ দিন। তাতে আয় হয়েছিল আড়াই কোটি টাকা। এবার এই মেলা ৯ দিন করা হয়েছে। অনুকূল আবহাওয়াতে মেলাতে স্টলের সংখ্যাও বাড়িয়ে পুরোপুরি ২০০ করে দেওয়া হয়েছে। সামগ্রীর ভ্যারাইটি অনেক বেশি ছিল। স্বাভাবিকভাবে আয়োজকদের আশা-অন্যান্যবারের তুলনায় এবার আয় অনেক বেশি হবে। আশা যেন পূরণ হলো।
4/4. জেলার স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গোবিন্দ হালদার বলেন, “এবারে মানুষজনের ভিড় ছিল ব্যাপক। বিক্রিও ভালো হয়েছে। ৫ কোটি টাকা আয় হয়েছে। জমায়েত হয়েছে প্রায় ২ কোটি মানুষের।” তবে মেলায় আগত দোকানদারদের সংবর্ধনা দেওয়া হলো মঙ্গলবার। উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ অন্যান্যরা আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জেলা শাসক বলেন, “গত বছরের তুলনায় এবারে অনেকটাই সফল। যারা দোকান দিয়েছিল তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ভালো বিক্রি হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্ব-সহায়ক দলগুলিকে উৎসাহিত করা হচ্ছে।”
আরও পড়ুন : Makar Snan and Mela : শিলাবতী নদীতে গঙ্গা পুজো! মকর সংক্রান্তিতে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের
আরও পড়ুন : Ambulance Accident : দাসপুরে অ্যাম্বুলেন্স লরির মুখোমুখি ধাক্কা! গুরুতর আহত একাধিক
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Sristishree Mela earnings five crore in 10 days
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper