Election of school representative
আরও পড়ুন ঃ-শহরে মারকাটারি ব্যাটিং শীতের, জুবুথুবু সকলেই
পত্রিকা প্রতিনিধি: শহরের কলেজিয়েট (বালক) স্কুলে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ৩ টি আসনের মধ্যে ২ টিতেই জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা ও একটিতে জয়লাভ করেছে বাম সমর্থিত নির্দল প্রার্থী। শাসক দল তৃণমূল সমর্থিত একজনও জয়লাভ করতে পারেনি। সোমবার কলেজিয়েট (বালক) স্কুলের শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়। মোট প্রার্থী ছিলেন ৭ জন। ভোট দান করেছেন ৪৩ জন শিক্ষক সর্ব্বোচ্চ ভোট পেয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থী সত্যেন্দ্রনাথ কাপড়ি।
তাঁর প্রাপ্ত ভোট ৩৪ টি ২২ টি ভোট পেয়ে দ্বিতীয় সর্ব্বোচ্চ ভোট পেয়েছেন নির্দল প্রার্থী শান্তিকুমার সরকার। ১৮ টি ভোট পেয়েছে ২ প্রার্থী। এঁরা হলেন বিজেপি মদন মোহন সামন্ত এবং তৃণমূল সমর্থিত দীপঙ্কর সন্নিগ্রাহী। পরে টসের মাধ্যমে জয়লাভ করেন বিজেপি সমর্থিত প্রার্থী মদন মোহন সামন্ত। শহরের কোনও স্কুলে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে এই প্রথম তৃণমুলকে টপকে এগিয়ে গেল বিজেপি। সর্বোচ্চ ভোট প্রাপক সত্যেন্দ্রনাথ কাপড়ি বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এবং স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Election of school representative
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore