2
তেই মাটির হাড়ির চাহিদা বেড়েছে । মেদিনীপুরের ১৪ নম্বর ওয়ার্ডের কুমোরপাড়ায় মাটির হাড়ি কিনতে ভিড় জমছে । মৃৎশিল্পীরা জানালেন কাচা মাটি , জ্বালানির দাম বেড়েছে বলে মাটির কলসির দামও সামান্য বাড়াতে হয়েছে । তাছাড়া লকডাউনের জন্য হাটগুলো আপাতত বন্ধ হয়ে রয়েছে, পাইকার ক্রেতারা আসছেন না , তাই মাটির কলসি সেভাবে বিক্রি হচ্ছে না । এদিকে ক্রেতাদের বক্তব্য লকডাউনের সূযোগে অন্যান্য জিনিসের মতো মাটির কলসির দামও অনেকটা বেড়েছে ।
পত্রিকা প্রতিনিধি: গরম পড়