পত্রিকা প্রতিনিধি: লকডাউনের মাঝে শুক্রবার গভীর রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হল কাঁথি মহকুমা শাসকের দপ্তরের নাজিরখানা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কাঁথি উপ সংশোধনাগারের বিপরীতে দিকে থাকা কাঁথি মহকুমা শাসকের নাজিরখানা দপ্তরে শুক্রবার রাত্রি ১১টা নাগাদ পোড়া গন্ধযুক্ত ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর হঠাৎই মহকুমা শাসকের নাজিরখানার অফিসের জানালা গুলির ভেতর থেকে অনবরত কালো ধোঁয়াবেরোতে থাকে।এই ঘটনার পর তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা ও জেলখানায় কর্মরত পুলিশ অফিসাররা দ্রুত ছুটে যান ওই নাজির খানা অফিসের সামনে।এরপর ওই অফিসের পাশে থাকা নলকূপ এবং জেলখানা ভেতরে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হয়।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঁথির মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য। পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কাঁথি দমকল বাহিনী।এরপর তারা এসে পৌঁছে হোস পাইপের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তাছাড়া দমকল প্রাথমিক অনুমান,মূলত ইলেকট্রিক শর্ট-সার্কিটের কারণে হয়তো এই আগুন লেগেছে।তবে বর্তমান ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা সম্ভব হয়নি। তাছাড়া অফিসে থাকা বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ফাইলগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
			90
			
                    
					
			
            
				            
							                    
							        
    
                    previous post
                
                
                     
			        