Home » ‘দুয়ারে সরকার শিবিরে’ ব্যাপক ভিড়, শুধু স্কুল খুলতেই অসুবিধা! মেদিনীপুরে কটাক্ষ শিক্ষক সমিতির

‘দুয়ারে সরকার শিবিরে’ ব্যাপক ভিড়, শুধু স্কুল খুলতেই অসুবিধা! মেদিনীপুরে কটাক্ষ শিক্ষক সমিতির

by Biplabi Sabyasachi
0 comments

School reopen

পত্রিকা প্রতিনিধি: রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলাতে চলছে ‘দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির’। শিবিরগুলিতে ব্যাপক ভিড়। অথচ কোভিড বিধি মেনে স্কুল খুলতেই অসুবিধা রাজ্য সরকারের। এমনই কটাক্ষ করল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। শনিবার মেদিনীপুর (Midnapore) শহরে অবিলম্বে স্কুল খোলা, ছাত্র ছাত্রীদের দ্রুত টিকাকরণ এবং উৎসশ্রী পোটার্লে সমস্ত সমস্যা সমাধান সহ একাধিক দাবিতে অবস্থান কর্মসূচি করল শিক্ষক সমিতি। শহরের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে এই অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শিক্ষক তপন দাস (Tapan Das), অবসরপ্রাপ্ত শিক্ষক সুশান্ত সাহু (Sushanta Sahoo), জেলা সম্পাদক উত্তম প্রধান (Uttam Pradhan), অক্ষয় খান (Akshay Khan) সহ অন্যান্যরা। বক্তারা প্রত্যেকে স্কুল খোলার দাবি তোলেন। জেলা সম্পাদক উত্তম প্রধান বলেন, সরকারের স্কুল না খোলার পিছনে গভীর ষড়যন্ত্র আছে।

আরও পড়ুন:- ‘লক্ষ্মী ভান্ডারে’র ফর্ম তৃণমূল পার্টি অফিস থেকে দেওয়ার অভিযোগে শোরগোল মেদিনীপুর সদরে

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ‘ভিক্ষা দেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে দিদিমণি নাটক করছেন’, মমতাকে চরম কটাক্ষ দিলীপের

ব্যাপক ভিড় হচ্ছে দুয়ারে সরকার শিবিরে। ভিড় দেখে উল্লসিত নেতারা। প্রায় দেড় বছর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত যে শিক্ষার মেরুদন্ড ভেঙে যাচ্ছে, সে বিষয়ে সরকার উদাসীন। সমস্ত কিছু খোলা। মিটিং, মিছিল চলছে, সিনেমা হল, মদের দোকান খোলা, মন্দির- মসজিদে জমায়েত চলছে কিন্তু স্কুল বন্ধ। সুশান্ত সাহু বলেন, আসলে জাতীয় শিক্ষানীতিকে কার্যকরী করার সুচতুর পরিকল্পনা সরকারের আসল উদ্দেশ্য। তিনি বলেন, পুজোর পর নয়, অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে স্কুল খোলার ব্যবস্থা করতে হবে। অন্যান্য কয়েকটি রাজ্য স্কুল খুলে দিয়েছে। উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে পরিকাঠামো উন্নয়ন করে পঠন-পাঠন শুরু করতে হবে। সেই সঙ্গে অন্যান্য দেশের মতো ছাত্র-ছাত্রীদের টিকাকরণ করতে হবে।

আরও পড়ুন:-আফগানিস্তানে বাঙালিদের আটকে পড়া নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের, পাল্টা সুজয়ের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

School reopen

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.