শুভম সিং: লক ডাউনের কারণে অসুবিধায় পড়ে অসহায় দম্পতি ধর্নায় বসলো বাড়ির সামনে।রবিবার ঘটনাটি ঘটেছে কাঁথি মহকুমায়।জানাগেছে দম্পতি মেহেবুব দাস ও সুমিতা মিশ্র দাসের বাড়ি দীঘা বাইপাস সংলগ্ন এলাকায়।তবে মেহেবুবএর নিজ বাড়ি মান্দারমনি কোস্টাল থানা এলাকায়। এরা উভয় ভালোবেসে দু’বছর আগে বাড়ির মতেই বিয়ে করেছিলেন ।কিন্তু দেড় বছর পর শ্বশুর শাশুড়ির সঙ্গে পারিবারিক অশান্তির কারণে মেহেবুব দাস ও তার স্ত্রী সুমিতা মিশ্র দাস কে নিয়ে কাঁথি তে ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু ছয় মাস থাকার পর লকডাউন এর প্রভাবে অসহায় হয়ে তারা নিজের বাড়িতে ফেরার উদ্দেশ্যে মান্দারমনি যান। কিন্তু সেখানে বাধা দেন ছেলের বাবা মা। এমনকি তাদের যৌতুক হিসেবে মেয়ের বিয়ের গয়না দিতেও অবাধ্য হন।ফলে দম্পতি দুজন থানায় লিখিত ডায়রি করেন। তাতেও কোনো সুরাহা না মেলায় কাঁথির নিজের বাড়ির সামনে পোস্টার হাতে নিয়ে ধর্নায় বসে দম্পতি।
0