Midnapore : আবারও মানবিকতার সাক্ষী রইলো মেদিনীপুর শহর। সমাজমাধ্যমকে হাতিয়ার করে মেদিনীপুরের সমাজকর্মীদের হাত ধরে নিজের ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের গৈত গ্রামে ফিরে গেলেন বছর পঁয়ত্রিশের বিশেষ চাহিদা সম্পন্ন যুবক মাড়ধা সরেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আবারও মানবিকতার সাক্ষী রইলো মেদিনীপুর শহর। সমাজমাধ্যমকে হাতিয়ার করে মেদিনীপুরের সমাজকর্মীদের হাত ধরে নিজের ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের গৈত গ্রামে ফিরে গেলেন বছর পঁয়ত্রিশের বিশেষ চাহিদা সম্পন্ন যুবক মাড়ধা সরেন।
আরও পড়ুন : চলল না খড়্গপুর-বেলদা মেমু স্পেশাল ট্রেন, বেলদায় ক্ষোভ
পরিবার সূত্রে জানা গেছে, বছর ছয়েক আগে পরিবারের সদস্যদের সাথে খড়্গপুর এসে হঠাৎই হারিয়ে যান।কথাও বলতে পারে না মাড়ধা সরেন। বিগত ছ-বছর ধরে সব রকম চেষ্টা করেও মাড়ধা-কে খুঁজে পাননি বাড়ির লোকজন। গত সোমবার মেদিনীপুর শহরের পাহাড়িপুর এলাকার বাসিন্দা যোগা প্রশিক্ষক পূর্ণেন্দুশেখর কালী লক্ষ্য করেন তাঁর বাড়ির সামনে আলুথালু পোষাক পরিচ্ছদে ব্যাগপত্র নিয়ে এক ব্যক্তি বসে রয়েছেন।
আরও পড়ুন : পারিবারিক অশান্তির জের! পশ্চিম মেদিনীপুরে স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী
Midnapore
পূর্ণেন্দুবাবু সেই ব্যক্তিকে বিকেলে ও রাতে খাবার দেন। পাশাপাশি তিনি ফেসবুকে বিষয়টি শেয়ার করেন। যদি কেউ এই ব্যক্তিকে চিনতে পারেন সেই লক্ষ্য নিয়ে বিষয়টি সমাজমাধ্যমে শেয়ার করেন। পাশাপাশি পূর্ণেন্দু বাবু বিষয়টি শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ বন্ধুস্থানীয় অন্যান্য কয়েকজনকে জানান। ইতিমধ্যে সমাজমাধ্যম সূত্রে মাড়ধা-র মেদিনীপুরে থাকার খবর পৌঁছে যায় তার বাড়িতে।
আরও পড়ুন : ৭৫২টি আদিবাসী পরিবারকে পাট্টা প্রদানের মধ্য দিয়ে আদিবাসী দিবস পালন মেদিনীপুরে
বাড়ির লোকেরা পূর্ণেন্দু বাবুর সাথে ফোনে যোগাযোগ করেন। বুধবার সকালে মাড়ধার বাড়ির লোকেরা তাকে নিয়ে যান। মাড়ধাকে বাড়ি ফিরিয়ে দিতে পেরে খুশি পূর্ণেন্দুবাবু, সুদীপবাবু সহ অন্যান্যরা। মাড়ধা গ্রামে পৌঁছালে “হারিয়ে যাওয়া” ঘরের ছেলেকে দেখতে গোটা গ্রামের মানুষজন ভীড় জমান।
আরও পড়ুন : এনভিএফ-এর চাকরি পেতে বাবা বদল! মেদিনীপুর শহরে গ্রেফতার অভিযুক্ত
আরও পড়ুন : দলমার দামাল বাড়ি ভেঙে সাবাড় করে দিল রেশনের চাল, সারা মাসের ভাতের জোগাড় নিয়ে শালবনীতে চিন্তায় পরিবারগুলি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper