প্রত্রিকা প্রতিনিধিঃ আসন্ন নির্বাচনের দিন ঘোষনার পরই ফের লালকালি সাদা কাগজের আত্মপ্রকাশ। মাঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বিনপুর, বেলপাহাড়ি থানা এলাকায়। উল্লেখ্য, বেলপাহাড়ি থানার কুচলা পাহাড়ি এবং খড়পাল গ্রামে পোস্টারগুলো নজরে আসে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ইন্ডিকেশন বোর্ডে চেটানো ছিলো এই পোস্টগুলি।
গোটা বাঁকুড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া এলাকা বলে পরিচিত। পাশাপাশি বিনপুর থানা মালাবতী গ্রামের রাস্তার উপর বেশ কিছু পোস্টার নজরে আসে। প্রতিটা পোস্টারের বয়ানে তৃণমূল এবং বিজেপি থেকে দূরে থাকার এবং কিছু কিছু জায়গায় ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। তবে এই পোস্টারগুলির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পোস্টারগুলো যখন উদ্ধারে ব্যাস্ত ঠিক তখন এক সময়ে মাওবাদীদের গড় লালগড়ের বিভিন্ন এলাকায় যৌথবাহিনী নিয়ে রুটমার্চ করতে ব্যস্ত ঝাড়গ্রামের এসপি ইন্দিরা মুখ্যার্জি।
যদিও সাধারণ মানুষ একসময় অত্যাচারিত মানুষদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছেন। যে এবার ভোটে কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই। কোথাও যদি বিন্দুমাত্র সমস্যা মনে হয় সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগের পরামর্শ দিচ্ছেন তিনি।
পোস্টার প্রসঙ্গে এসপি ইন্দিরা মুখ্যার্জি বলেন, জঙ্গল লাগোয়া এলাকায় বেশ কিছু এধরনের পোষ্টার পাওয়া গেছে। এলাকায় মাওবাদী গতিবিধি একদমই নেই। তারপরও এই ধরনের পোস্টার আদৌ মাওবাদীদের না বদমাশি তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই লাল কালি সাদা কাগজ কাকে সুবিধা করে দেবে তা নিয়ে তরাজ চলছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে সাধারণ মানুষের বক্তব্য, নির্বাচন এলেই সাদা কাগজ লাল কালি নজরে আসে গ্রামবাসীদের একসময় আতঙ্ক থাকলেও এখন অনেকটাই স্বাভাবিক।